আজকাল ওয়েবডেস্ক: আবার খবরের শিরোনামে লিওনেল মেসি। তবে এবার আর বিতর্ক নয়। আরও একবার তাঁর ব্যক্তিগত নৈপুণ্যের জয়জয়কার গোটা বিশ্বে। মঙ্গলবার স্পোর্টিং ক্যানসাস সিটিকে ৩-১ গোলে হারিয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় চলে গেল ইন্টার মায়ামি। গড়ে ৪-১ গোলে জয়। গত সপ্তাহে ক্যানসাস সিটিতে প্রথম লেগে মেসির গোলে জিতেছিল মায়ামি। রিটার্ন লেগে ম্যাচের ১৯তম মিনিটে আবার মায়ামিকে এগিয়ে দেন লিও। চোখধাঁধানো গোল। বিপক্ষের ডিফেন্স তাঁকে অরক্ষিত ছেড়ে দেয়। তারই খেসারত দিতে হল। বার্সেলোনার প্রাক্তন সতীর্থ লুই সুয়ারেজের বল চেস্ট ট্র্যাপ করে বাঁ পায়ের ভলিতে নিখুঁত ফিনিশ। এই বয়সেও এরকম গোল করে চলেছেন লিও। যাতে মজেছে বিশ্বফুটবল। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ভিডিও।
প্রথমার্ধের স্টপেজ টাইমের প্রথম মিনিটে ২-০ করে ইন্টার মায়ামি। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও মেসির অবদান রয়েছে। তাঁর পা থেকেই আক্রমণের সূত্রপাত। গোল করেন তাডেও অ্যালান্দে। তার কিছুক্ষণের মধ্যেই ৩-০ করেন লুই সুয়ারেজ। ৬৩ মিনিটে ব্যবধান কমায় ক্যানসাস সিটি। শেষ ষোলোয় মেসিদের প্রতিপক্ষ ক্যাভালিয়ার। মার্চের প্রথম সপ্তাহে প্রথম লেগে ক্যারিবিয়ান কাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলবে মায়ামি। উল্লেখ্য, দু'দিন আগেই বিতর্কে জড়িয়ে পড়েন মেসি। মেজর লিগ সকারের প্রথম ম্যাচেই মেজাজ হারান। মাথা গরম করে রেফারিকে আঙুল তুলে শাসান। হলুদ কার্ড দেখার পরও থামেননি। প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ধাক্কা দেন। মেসির এই আচরণে হতবাক হয় সবাই। তবে তার কয়েকদিনের মধ্যেই আবার মন জিতলেন বিশ্ববাসীর।
