আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা পারকৃষ্ণচন্দ্রপুরের যুবক সুজিত হাওলাদার ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালবাসেন। ছবি আঁকা তাঁর শখ, আহ্লাদ, ভাল লাগা। তেমনই তিনি লিওলেন মেসির ভক্ত । সম্প্রতি সুজিত মহিলাদের সৌন্দর্যের উপকরণ টিপ দিয়ে মেসির ছবি তৈরি করা শুরু করে। আন্তর্জাতিক স্তরে মেসির গোল সংখ্যা ৮৬৬। সেই কারণেই ৮৬৬ টিপ ব্যবহার করে দেড় মাসের প্রচেষ্টায় ক্যানভাসে মেসির ছবি ফুটিয়ে তুলেছেন।
সুজিত বলেন, 'ছোটবেলা থেকেই ছবি আঁকা আমার নেশা। তেমনই ছোট থেকেই আমি মেসি ভক্ত। চিত্রশিল্পীরা সাধারণত পোর্ট্রেট বা অয়েল পেন্টিংয়ের ওপর অনেকের ছবি এঁকে থাকে। কিন্তু আমি আমার গুরুদেব মেসির জন্য নারীর সৌন্দর্যের উপকরণ টিপ দিয়ে ছবি ফুটিয়ে তোলার কাজ করেছি। যেহেতু মেসি আন্তর্জাতিক স্তরে ৮৬৬টি গোল করেছেন, সেই কারণে ৮৬৬ টিপ ব্যবহার করা হয়েছে এই ছবিতে। জানতে পেরেছি আগামীতে কলকাতায় আসতে চলেছেন মেসি। ছবিটি তাঁর হাতে তুলে দিতে পারলে আমি খুব খুশি হব।'
সুজিতের বাবা স্বপন হাওলাদার জানান, ছোটবেলা থেকেই ছেলের নেশা ছবি আঁকা। একইসঙ্গে জানান, বাবা-ছেলে দু'জনেই মেসি ভক্ত। ছেলে মেসির ছবি টিপ দিয়ে ফুটিয়ে তোলায় গর্বিত সুজিতের বাবা। চিত্রশিল্পী বাবার স্বপ্ন, ছবিটি মেসির হাতে তুলে দেওয়া।
