আজকাল ওয়েবডেস্ক: মেসির অনুষ্ঠান ঘিরে উত্তাল যুবভারতী ক্রীড়াঙ্গন। মেসি তো মাঠ ছেড়েছেন, মাঠ ছেড়েছেন বলিউড বাদশা শাহরুখ খানও।
জানা গিয়েছে, সল্টলেক স্টেডিয়াম ছাড়ার পরেই সোজা হোটেল থেকে জিনিসপত্র নিয়ে বিমানবন্দর চলে গিয়েছেন মেসি। অন্যদিকে, মাঠের অবস্থা এখনও বিপজ্জনক।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পুলিশকর্মীদের নির্দেশ দিচ্ছেন। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ সঙ্গে রয়েছেন। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভেন্ডররা।
তাঁদের বক্তব্য, ঝামেলার সময় পুলিশ নির্বাক দর্শক ছিল। দর্শকদের ক্ষোভে হতাশ যুবভারতী। অভিযোগ, মাঠে মেসির সঙ্গে এত ভিড় ছিল, মেসিকে দেখতেই পাননি দর্শকরা।
রাগে মাঠে পরপর বোতল পড়তে থাকে। এমনকী, মেসির পোস্টার ছিঁড়ে মাঠে ফেলা হয়, ছুঁড়ে ফেলা হয় চেয়ার। দর্শকদের অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা বৃথা হল।
মাঠের মাঝে মেসিকে ঘিরে এত ভিড় যে গ্যালারি থেকে দেখাই যায়নি। সেই রাগে জল ভর্তি বোতল মাঠ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। ফলে, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি।
তাঁকে কনভয় করে বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাঠে বোতল পড়তে থাকে, পরপর চেয়ার ছুঁড়তে থাকে। হু হু করে মাঠে ঢুকে পড়েন দর্শকরা।
যুবভারতীর অবস্থা শোচনীয়। শাহরুখ খান মাঠে এসেছিলেন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। কিন্তু তার আগেই তিনি ফিরে গেলেন। পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে যুবভারতীর ডাগ আউট।
মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় দর্শকদের দখলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশ তাদের তাড়া করে। যদিও লাঠিচার্জ করা হয়নি। পুলিশের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় দর্শকরা।
