আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি তাঁর চার শহরের ভারত সফরের শেষ পর্বে পৌঁছতে চলেছেন।

গত দু’দিন ধরে হায়দরাবাদ ও মুম্বইয়ে ভক্তদের মুগ্ধ করার পর সোমবার সকালে তিনি পৌঁছবেন রাজধানী নয়াদিল্লিতে। কলকাতায় সফরের প্রথম পর্বে নিরাপত্তা আয়োজনের গাফিলতির জেরে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তার পর থেকেই দিল্লিতে মেসির সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লিতে থাকাকালীন মেসি ও তাঁর সফরসঙ্গীদের থাকার ব্যবস্থা করা হয়েছে চাণক্যপুরীর বিলাসবহুল হোটেল ‘দ্য লীলা প্যালেসে।’

জানা গিয়েছে, হোটেলের গোটা একটি ফ্লোর সম্পূর্ণভাবে মেসি, সুয়ারেজ, ডি-পল এবং তাঁর টিমের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

তাঁরা থাকবেন প্রেসিডেনশিয়াল স্যুইটে, যার প্রতিটির এক রাতের ভাড়া নাকি ৩.৫ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকার মধ্যে। সূত্রের খবর, হোটেলের কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে মেসির থাকা সংক্রান্ত কোনও তথ্য বাইরে প্রকাশ না করার জন্য।

বিমানবন্দর থেকে মাত্র আধঘণ্টার দূরত্বে অবস্থিত এই হোটেলটি মেসির সফরকালে কার্যত ‘অভেদ্য দুর্গে’ পরিণত হয়েছে রাজধানীর বুকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচিত ভিআইপি অতিথি ও কর্পোরেট গ্রাহকদের জন্য একটি সম্পূর্ণ বন্ধ ঘরের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই বিশেষ সাক্ষাতের জন্য নাকি এক কোটি টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে। দিল্লিতে সংক্ষিপ্ত সফরের সময় মেসির ভারতের প্রধান বিচারপতি এবং একাধিক সাংসদের সঙ্গে সাক্ষাৎ করার সূচি রয়েছে।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাতের কথা থাকলেও, সোমবার সকালে প্রধানমন্ত্রী জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফরের অংশ হিসেবে দেশ ছাড়ায় সেই বৈঠক আর হচ্ছে না।

এরপর মেসি যাবেন অরুণ জেটলি স্টেডিয়ামে। যেখানে একটি ফুটবল ক্লিনিকের আয়োজন করা হয়েছে। সেখানে তিনটি যুব ট্রফি জয়ী মিনার্ভা অ্যাকাডেমির দলগুলিকে সংবর্ধনা দেবেন তিনি।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি নাইন-এ-সাইড ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। এরপর ‘পুরনো কেল্লা’ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মেসির।

সেখানে রোহিত শর্মা, প্যারালিম্পিক জ্যাভলিনে সোনাজয়ী সুমিত অন্তিল, বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন এবং অলিম্পিক উচ্চলম্ফে পদকজয়ী নিশাদ কুমারের মতো ক্রীড়া তারকাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যা প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ শেষ হবে মেসির এবারের ভারত সফর। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন রাত প্রায় ৮টা নাগাদ নিজের প্রাইভেট জেটে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর।