আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দৌড় শেষ হয়ে গিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
বিশ্বের অন্য প্রান্তে চেজ স্টেডিয়ামে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিরও দৌড় থেমে গিয়েছে। চোখে মুখে তাঁর হতাশা খেলা করছে।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালের ফিরতি লেগে ভ্যাঙ্কুভারের হোয়াইটক্যাপসের কাছে ৩–১ গোলে হার মেনেছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫–১ গোলে হারের ফলে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে ইন্টার মায়ামি।
প্রথম লেগে ২–০ গোলে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। ৯ মিনিটে জর্ডি আলবার গোলে এগিয়ে গিয়েছিল মেসির দল।
এলএম ১০-এর কাছ থেকে পাস পেয়ে আলবাকে দিয়ে গোল করান লুইস সুয়ারেজ। বিরতির পর ৫১,৫৩ এবং ৭১ মিনিটে তিন গোল করে দেয় কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার। ম্যাচের নিষ্পত্তি তখনই হয়ে যায়।
মেসি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। লিওনেল মেসির বিরুদ্ধে প্রথম দল হিসেবে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতল ভ্যাঙ্কুভার।
