আজকাল ওয়েবডেস্ক: মায়ামি ওপেনের সেমিফাইনালে মুখোমুখি নোভাক জকোভিচ ও গ্রেগর দিমিত্রভ। এই দুই তারকার টেনিস যুদ্ধ নিয়ে কৌতূহলী ছিল টেনিস বিশ্ব। এই দুই তারকার লড়াইকে অন্য মাত্রায় পৌঁছে দেন লিওনেল মেসি। 

জোকার ও দিমিত্রভের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ফলে কোর্টে সার্বিয়ান মহাতারকা। গ্যালারিতে এলএম ১০। কাকে দেখবেন দর্শকরা! 

কোর্টে অবশ্য জোকারের জয়জয়কার। সার্বিয়ান মহাতারকা ৬-২, ৬-৩ গেমে দিমিত্রভকে হারিয়ে ফাইনালের পাসপোর্ট জোগাড় করেন। 

ফাইনাল জিতলে জোকার শততম কেরিয়ার সিঙ্গলস খেতাব জিতবেন জকোভিচ। ম্যাচ জিতে উঠে জোকার বললেন, তিনি নাকি আতঙ্কিত ছিলেন। তার কারণ লিও মেসির উপস্থিতি। মেসির সামনে জিতে উঠে জোকার বললেন, ''কিং লিওকে এখানে পাওয়া দুর্দান্ত ব্যাপার। মেসির সামনে প্রথমবার খেললাম। আমি নার্ভাস ছিলাম।''

মেসি ও জকোভিচের জন্ম একই বছরে। দু'জনেই সমবয়সী। মেসির ভক্ত জোকার, একথা স্বীকার করে নেন তিনি। জোকারের ম্যাচে সব নজর কেড়ে নিয়েছিলেন মেসি। দর্শকরা এসে আর্জেন্টাইন তারকার সঙ্গে সেলফি তোলেন। 

খেলার শেষে মেসি ও জকোভিচের সাক্ষাৎ হয়। আর্জেন্টাইন তারকার হাতে জার্সি তুলে দেন সার্বিয়ান তারকা।