আজকাল ওয়েবডেস্ক: ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কেরালা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, এই বছরের নভেম্বর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল এবং তাদের অধিনায়ক লিওনেল মেসি কেরালায় এক প্রীতি ম্যাচ খেলতে আসছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুর রহমান লিখেছেন, ‘মেসি আসবেন। অফিসিয়াল মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল সহ লিওনেল মেসি নভেম্বর মাসে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছেন’। তবে প্রতিপক্ষ কারা হবেন সেই বিষয়ে এখনও জানা যায়নি। প্রসঙ্গত, ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ভারতে পা রাখেন মেসি। সেবার তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলেছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করেছিল।
এর আগে গত বছর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফেসবুকে জানিয়েছিলেন যে, আর্জেন্টিনা জাতীয় দল কেরালায় আসবে এবং সেখানে লিওনেল মেসিও যোগ দেওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেরালা এমন এক ভূমি যেখানে ফুটবল জাতি ও সংস্কৃতির সীমা অতিক্রম করে ভালোবাসা ও আবেগে গ্রহণ করা হয়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের আগমন আমাদের ফুটবলপ্রেমেরই প্রমাণ। লিওনেল মেসির মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারের কেরালায় আগমন ক্রীড়া জগতের জন্য গৌরবের’। তিনি আরও জানান, এই ঐতিহাসিক মুহূর্ত সম্ভব হয়েছে কেরালা সরকারের নিরলস প্রচেষ্টার কারণে এবং ব্যবসায়ী মহলও খরচ বহনের জন্য এগিয়ে এসেছে। আগামী দেড় মাসের মধ্যেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বিরাট ও রোহিতের জন্য বিদায়ী সিরিজ নয়, বড় বার্তা এই বোর্ড কর্তার
কেরালার মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা এমন একটা মুহূর্ত, যেখানে কেরালার নাম জোরালোভাবে প্রতিধ্বনিত হবে বিশ্বের ক্রীড়া মানচিত্রে। আর্জেন্টিনা দলের আগমন শুধু কেরালার ক্রীড়া সংস্কৃতিকেই নয়, গোটা ক্রীড়া খাতকে নতুন উদ্দীপনা দেবে’। উল্লেখ্য, কিছুদিন আগে খবর আসে ভারত সফরে আসছেন না লিওনেল মেসি। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুররহিমান জানিয়েছিলেন, মেসি সহ আর্জেন্টিনা দলের ওই সফর হচ্ছে না। এই খবরে লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন। তবে শুধু কেরালা নয় কলকাতা, আমেদাবাদ এবং মুম্বইয়েও যাবেন মেসি। আর্জেন্টিনার অধিনায়কের তিন দিনের সফর ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। জানা গিয়েছে, শেষ ল্যাপে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন তিনি। তার আগেই অবশ্য প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ হতে পারে মেসির। আপাতত যা ঠিক আছে ১২ ডিসেম্বর ভারতে আসবেন মেসি। পরের দিন কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠান।
সেখান থেকেই রাতে উড়ে যাবেন আমেদাবাদ। সেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে ছোট্ট অনুষ্ঠান রয়েছে। তার পরের দিন ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় মেসির অনুষ্ঠানে যেরকম উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেরকম মুম্বইয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কলকাতায় মেসির সঙ্গে দেখা হবে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। মেসির সঙ্গে দেখা করার জন্য মুম্বই উড়ে যাবেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের সঙ্গে দেখা করবেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। সেখানেই থাকতে পারেন বিরাট কোহলিও। পরের দিন অর্থাৎ ১৫ তারিখ মুম্বই থেকে দিল্লি উড়ে যাবেন মেসি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গেও দেখা করবেন এল এম টেন। রয়েছে আরও চমক। মেসির সঙ্গে এই সফরে আসছেন আরও একঝাঁক তারকা। আসতে পারেন ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, রদ্রিগো দে পলরা। তবে এদের মধ্যে কারা আসবেন তা এখনও নিশ্চিত নয়।
