আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর চারদিন বাকি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। আইসিসির মার্কি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। ভারতের একনম্বর বোলার ছাড়া লড়াইটা সহজ হবে না। তবে সদ্য তাঁকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ তে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। হরভজন সিং মনে করছেন, তারকা পেসারকে ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট ভারত। ভাজ্জি বলেন, 'আমি মনে করি, এখনও টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট। বুমরা বড় ক্রিকেটার, ম্যাচ উইনার। তবে বুমরা ছাড়াও দলে বেশ কয়েকজন অভিজ্ঞ বোলার আছে। অর্শদীপ, সামি, কুলদীপ, জাদেজারা আছে। ভারত ফেভারিট। তবে ওদের ফেভারিটদের মতো খেলতে হবে।' নিজের ইউ টিউব চ্যানেলে এমনই বলেন প্রাক্তন তারকা।
বুমরার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হবে মহম্মদ সামি, অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে। বর্ডার-গাভাসকর সিরিজে ব্যর্থ হলেও সাদা বলের ক্রিকেটে ফর্ম ফিরে পেয়েছে ভারতীয় ব্যাটাররা। তাঁরা ভাল খেলেছে। দ্বিতীয় ম্যাচে শতরান করেন রোহিত। তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেন শুভমন গিল। শেষ ম্যাচে অর্ধশতরান করেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারও রানের মধ্যে আছে। মূলত এই কারণেই ভারতীয় দলকে ফেভারিট বলছেন ভাজ্জি। তিনি বলেন, 'ভারতীয় দলের ক্ষমতার জন্য আমি ওদের ফেভারিট বলছি। রোহিত ফর্মে ফিরেছে। বিরাট রান পেয়েছে। শুভমন এবং শ্রেয়স অনবরত রান করছে। ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগই ভাল খেলছে। আমার মনে হয়, বুমরার অনুপস্থিতি শেষের কয়েকটা ওভারে প্রকট হবে। তবে আমার মতে, টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাকে ছাড়া খেলতে অভ্যস্ত হতে হবে।' ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের।
