আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় সংস্করণে ছেলেদের ফাইনালের মাঝে ইনিংস বিরতি। অধীর আগ্রহে অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। সমাপ্তি অনুষ্ঠানে বড় চমক নেই। লেজার শো এবং আতশবাজির প্রদর্শনীর কথা জানিয়েছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তবে উদ্বোধনী অনুষ্ঠানে যেখানে ক্রিকেটের নন্দনকানন মাতান সুনিধি চৌহান, সেখানে ক্লোজিংয়ে হয়ত চমকের আশায় ছিলেন কলকাতাবাসী। শনিবাসরীয় সন্ধেয় বড় কোন তারকা উপস্থিত না থাকলেও, হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়নি ইডেনে উপস্থিত ক্রিকেট ভক্তদের। গোটা টুর্নামেন্টে তেমন ভিড় না হলেও, ফাইনালে দর্শক সংখ্যা নেহাত কম ছিল না। বৃষ্টি মাথায় নিয়ে ক্লাবহাউজ, বি, কে, এল ব্লক ভরায় ক্রিকেটপ্রেমীরা। খালি হাতে ফেরায়নি ইডেন। ছেলেদের ফাইনালের ইনিংস বিরতিতে দুর্দান্ত লেজার শো এবং আতশবাজির প্রদর্শনী। একেবারে আন্তর্জাতিক মানের। যা মন কেড়ে নেয়। এর আগেও ইডেনে লেজার শো হয়েছে। আইপিএলের ম্যাচ, ভারতের ম্যাচে। কিন্তু লেজার শোয়ের সঙ্গে আতশবাজির মিশ্রণ এই ক্ষণিকের শোকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। নৈশালকের আলো নিভিয়ে ৩-৪ মিনিট ধরে চলে এই প্রদর্শনী। যা মায়াবী পরিবেশ নেয়। প্রথমে ম্যাচ শেষে হওয়ার কথা ছিল আতশবাজির প্রদর্শনী। কিন্তু সেটা ইনিংস বিরতিতে লেজার শোয়ের সঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিন ছেলেদের ফাইনালের আগে দিলীপ দোশীকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বাংলার প্রাক্তন ক্রিকেটারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর ইডেন বেল বাজিয়ে শুরু হয় ম্যাচ। অবশেষে প্রথম চ্যাম্পিয়ন পেল বেঙ্গল প্রো টি-২০ লিগ। মুর্শিদাবাদ কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। শনিবার রাতে ৯ রানে জেতে হাওড়া। জয়ের জন্য মুর্শিদাবাদের প্রয়োজন ছিল ১৫১ রান। তন্ময় প্রামাণিকের ৩৩ বলে ৪৮ রান সত্ত্বেও নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে মুর্শিদাবাদের ইনিংস। কণিষ্ক শেঠ তিন উইকেট নেয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হাওড়া। ২০ ওভারের শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৫০ রান তোলে। রান পান শাকির হাবিব গান্ধী (৩১) এবং আদিত্য পুরোহিত (৩০)। জোড়া উইকেট নেয় ঋষভ চৌধুরী। কিন্তু রান তাড়া করতে নেমে লক্ষ্যে পৌঁছতে পারেনি মুর্শিদাবাদ। আগের বছর বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গিয়েছিল। যৌথ বিজয়ী ঘোষণা করা হয়। সেই অর্থে এবার প্রথম চ্যাম্পিয়ন পেল বেঙ্গল প্রো টি-২০ লিগ।