আজকাল ওয়েবডেস্ক: ইউরো মাতিয়ে ছিলেন লামিনে ইয়ামাল। তাঁকে ছাড়াই নেশনস লিগে সার্বিয়ার বিরুদ্ধে নামবে স্পেন। পায়ের পেশিতে টান ইয়ামালের। চোটের আশঙ্কায় জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।
শনিবার ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে ৯৩-তম মিনিটে ইয়ামালকে তুলে নেওয়া হয়। ডেনমার্কের ফুটবলাররা কড়া ট্যাকল করেন ইয়ামালকে। প্রতিপক্ষের কড়া ট্যাকল হজম করায় ইয়ামালকে খোঁড়াতে দেখা যায়।
এমআরআই পরীক্ষার পরে জানা গিয়েছে ইয়ামালের পেশিতে টান রয়েছে। চোটের আশঙ্কা করে ইয়ামালকে ছেড়ে দেওয়া হয়েছে। স্প্যানিশ ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, ''ডেনমার্কের বিরুদ্ধে খেলা শেষে ইয়ামাল খোঁড়াচ্ছিল। মাদ্রিদে ওর এমআরআই স্ক্যান হয়েছে। দেখা গিয়েছে, পেশিতে অতিরিক্ত চাপ পড়ায় সমস্যা হচ্ছিল। কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়েছে ইয়ামালকে। সার্বিয়ার বিরুদ্ধে ও খেলবে না।''
নেশনস লিগে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ স্পেনের। গ্রুপে শীর্ষে বুলফাইটিংয়ের দেশ। ইউরো কাপে স্পেনের জয়জয়কারের পিছনে ইয়ামালের দারুণ অবদান রয়েছে। উল্লেখ্য, নেশনস লিগে ১৬ অক্টোবর স্পেনের মুখোমুখি সার্বিয়া।
