আজকাল ওয়েবডেস্ক: পারলেন না লক্ষ্য সেন। সুযোগ ছিল ব্যাডমিন্টনে দেশকে প্রথম পদক এনে দেওয়ার। পুরুষদের বিভাগে। কিন্তু একটুর জন্য তা হাতছাড়া হল। সেমিফাইনাল অবধি উঠে এসেছিলেন লক্ষ্য। কিন্তু শেষ চারের লড়াইয়ে হেরে যান টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে। খেলার ফল ছিল ২০–২২, ১৪–২১। তারপর মঙ্গলবার তিনি নেমেছিলেন ব্রোঞ্জের লড়াইয়ে। প্রতিপক্ষ মালয়েশিয়ার জি জিয়া লি। প্রথম গেম ২১–১৩ ব্যবধানে জিতে নিয়েছিলেন লক্ষ্য। কিন্তু পরের গেমেই কামব্যাক করেন জি। জিতে নেন ২১–১৬ ব্যবধানে। পরের গেমটা মালয়েশিয়ার শাটলার জিতে নেন ২১–১১ ব্যবধানে। শেষ হয়ে যায় লক্ষ্যর স্বপ্ন।
পিভি সিন্ধু, সাত্ত্বিক–চিরাগের পর লক্ষ্য। লক্ষ্যভেদ করতে পারলেন না কেউই।
তবে অলিম্পিকটা দারুণভাবে শুরু করেছিলেন লক্ষ্য। একের পর এক জয় তুলে নিয়েছেন। কোচ প্রকাশ পাড়ুকোনও তাঁকে নিয়ে আশাবাদী ছিলেন। প্রি–কোয়ার্টার, কোয়ার্টারে দুরন্ত জয় তুলে নেন। তার মধ্যে কোয়ার্টারে তো প্রথম গেম হেরে পরের দুটো জিতে নিয়েছিলেন। সেই দৌড় থেমে যায় এসে সেমিফাইনালে। কিন্তু ব্রোঞ্জ জয়ের আশা ছিল। সেটাই এদিন শেষ হয়ে গেল।
পিভি সিন্ধু, সাত্ত্বিক–চিরাগের পর লক্ষ্য। লক্ষ্যভেদ করতে পারলেন না কেউই।
তবে অলিম্পিকটা দারুণভাবে শুরু করেছিলেন লক্ষ্য। একের পর এক জয় তুলে নিয়েছেন। কোচ প্রকাশ পাড়ুকোনও তাঁকে নিয়ে আশাবাদী ছিলেন। প্রি–কোয়ার্টার, কোয়ার্টারে দুরন্ত জয় তুলে নেন। তার মধ্যে কোয়ার্টারে তো প্রথম গেম হেরে পরের দুটো জিতে নিয়েছিলেন। সেই দৌড় থেমে যায় এসে সেমিফাইনালে। কিন্তু ব্রোঞ্জ জয়ের আশা ছিল। সেটাই এদিন শেষ হয়ে গেল।
