আজকাল ওয়েবডেস্ক: জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে হারিয়ে লিগ অভিযান শুরু করল তারা। নতুন কোচ জাবি আলোন্সোর অধীনে আগেই ক্লাব বিশ্বকাপে খেলেছিল রিয়াল মাদ্রিদ। এ বার ঘরোয়া লিগে কোচ হিসাবে অভিযান শুরু হল তাঁর। মঙ্গলবার রাতে কিলিয়ান এমবাপের একমাত্র গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০০৮–সাল এর পর থেকে স্পেনের লিগে প্রথম ম্যাচে অপরাজিতই থাকল রিয়াল।
ক্লাব বিশ্বকাপে খেলার কারণে ঘরোয়া লিগের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল রিয়াল মাদ্রিদ। সেই অনুরোধ রাখা সম্ভব হয়নি। তবে বাকি দলগুলোর থেকে কিছুটা দেরিতে, মঙ্গলবার রিয়াল প্রথম ম্যাচ খেলে। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনার জুয়ান ক্রুজ বক্সের মধ্যে ফাউল করেছিলেন এমবাপেকে। পেনাল্টি থেকে গোল করেন ফরাসি স্ট্রাইকার। এর পর সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষের দিকে ওসাসুনার গঞ্জালো গার্সিয়া লাল কার্ড দেখেন।
লা লিগায় অভিষেক হয় রিয়াল ফুটবলার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের। পাশাপাশি প্রথম বার সাদা জার্সি গায়ে পরেন আলভারো কারেরাস এবং আর্জেন্টিনার ১৮ বছরের ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
আরও পড়ুন: একি কাণ্ড! বিশ্বের অন্যতম সেরার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন পাক তারকার...
এটা ঘটনা, স্পেনে প্রথম মরসুমেই ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপে। দ্বিতীয় মরসুমও গোল করেই শুরু করলেন। কোচ জাবির কথায়, ‘প্রথম বছরে যা দেখেছিলাম, এমবাপে এ বার তার থেকেও ভাল খেলবে।’ লুকা মদ্রিচ বিদায় নেওয়ায় এ বার ১০ নম্বর জার্সি পরে খেলছেন এমবাপে। এ নিয়ে জাবি বলেছেন, ‘জানি না জার্সির সংখ্যা বদলেছে বলে আরও ভাল খেলছে কি না। তবে রোজই নতুন খিদে নামে এমবাপে।’
প্রসঙ্গত, ১৩ বছর রিয়ালে খেলার পর ক্লাব ছেড়েছেন লুকা মদ্রিচ। তবে শেষ ম্যাচটা হারতে হয় তাঁকে। তবে রিয়ালে এসে ছ’টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মদ্রিচ। চারটি ঘরোয়া লিগের পাশাপাশি স্পেনের প্রায় সব ট্রফিই এক বার করে হাতে তুলেছেন। ট্রফির নিরিখে রিয়ালের সফলতম ফুটবলার তিনিই।
এটা ঘটনা, রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোন্সো যে ভাবে দলকে আগামী দিনে গড়ে তুলতে চান, তার অংশ নন মদ্রিচ। ৩৯ বছর বয়সই এ ক্ষেত্রে অন্তরায়। যে পরিশ্রম রিয়ালের মাঝমাঠে দরকার, তা মদ্রিচ করতে পারবেন না জেনেই তাঁর সঙ্গে চুক্তি বাড়ায়নি ক্লাব। পরের মরসুমে মদ্রিচকে খেলতে দেখা যাবে এসি মিলানে। সেই দলের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি আবার আগেই বলেছেন, ‘আমি ওকে দেখার জন্য মুখিয়ে আছি।’
আর মদ্রিচ জানিয়েছিলেন, ‘মুহূর্তটা এসেই গেল। কোনও দিন চাইনি এই মুহূর্তটা আসুক। তবে এটাই ফুটবল। জীবনে সব কিছুর শুরু এবং শেষ আছে। ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি পরার স্বপ্ন নিয়ে এসেছিল। দারুণ কিছু করতে চেয়েছিলাম। ভাবতেও পারিনি বাকি বছরগুলো এমন যাবে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলে ফুটবলার এবং মানুষ হিসাবে আমার জীবন বদলে গিয়েছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত।’
