আজকাল ওয়েবডেস্ক: তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। ছোটবেলা থেকেই সিআর সেভেন-কে অনুকরণ করেন তিনি। সেই কিলিয়ান এমবাপে বলছেন, ''ক্রিশ্চিয়ানো এখনও এক নম্বর।'' 

ফরাসি তারকার রোল মডেল রোনাল্ডো। সিআর সেভেন সম্পর্কে এমবাপে বলছেন, ''আমার সৌভাগ্য আমি রোনাল্ডোর সঙ্গে কথা বলি। আমাকে পারমর্শ দেয়। সাহায্য করেছে আমাকে। মাদ্রিদে ও এখনও এক নম্বর। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের রোনাল্ডোর উদাহরণ দেওয়া হয়। ফ্যানরা এখনও ক্রিশ্চিয়ানোকে নিয়ে স্বপ্ন দেখেন। আমি আমার নিজের পথে চলতে চাই।'' এমবাপে গোল করলেও গত মরশুমে রিয়াল মাদ্রিদ একটিও ট্রফি জিততে পারেনি। কিন্তু এই মরশুমে আটটা ম্যাচের পরে লা লিগায় এক নম্বরে রিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হার মেনেছে রিয়াল। সেই প্রসঙ্গে এমবাপে বলছেন, ''অ্যাটলেটিকো ডার্বি খেলতে এসেছিল। আমরাও খেলেছি ওদের সঙ্গে। ওরা ম্যাচ জিতেছে। সবকটা ডুয়েল জিতে নিয়েছিল। এরকম ম্যাচ জেতা খুব কঠিন।'' এমবাপের মতে, স্পেন এই মুহূর্তে ইউরোপের সেরা দল। 

আরও পড়ুন: পাকিস্তানে খেলতে চাইছে না আফগানিস্তান, কাবুলে হামলা করে এবার ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে পাকিস্তান ক্রিকেট

এহেন এমবাপে ২০২২ বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন। মহাকাব্যিক ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। রক্তের গতি বাড়িয়ে দেওয়া ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সবাই ধরেই নিয়েছিলেন, আর্জেন্টিনা খুব সহজেই হয়তো ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু সেই ফাইনালের প্রতিটি মোড়ে যে এত নাটক লুকিয়ে ছিল তা কে জানত! দ্বিতীয়ার্ধে ফ্রান্স ম্যাচে ফেরে দুদ্দাড়িয়ে। ম্যাচের ৮০ ও ৮১ মিনিটে জোড়া গোল করে এমবাপে জমিয়ে দেন ম্যাচ।

তাঁকে সামলাতে ব্যর্থ হয় আর্জেন্টাইন ডিফেন্স। সেই ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানে মেসি গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। এমবাপে পেনাল্টি থেকে সমতা ফেরান। অবশেষে টাইব্রেকারে বুয়েনোস আইরেসে বিশ্বকাপ নিয়ে যায় নীল-সাদা জার্সিধারীরা। আর তার পিছনে বড় অবদান রয়েছে গোলকিপার এমি মার্টিনেজের। 

আরও একটি বিশ্বকাপ এগিয়ে এল। ফাইনালের হ্যাটট্রিককারী এমবাপে মনে করেন সেদিন যোগ্য দল হিসেবেই ম্যাচটা জিতেছিল আর্জেন্টিনা। সেই ফাইনাল নিয়ে অবশেষে মুখ খুলেছেন ফ্রান্সের মহাতারকা এমবাপে। তিনি বলেছেন, ''ফাইনালে গোল করার কথা কেউ ভাবে না। সবাই ভাবে ফাইনাল জিততে হবে। দারুণ এক ম্যাচ হয়েছিল। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আর্জেন্টিনাই যোগ্য দল ছিল। গোটা ম্যাচে ওরা দারুণ ছিল।'' তবে কাতারের ফাইনাল ভুলে এগিয়ে যেতে চান এমবাপে। তিনি বলছেন, ''সব দিক থেকে বিচার করলে আর্জেন্টিনাই যোগ্য দল ছিল। ফাইনাল হেরে যাওয়ায় আমরা দুঃখ পেয়েছিলাম। কিন্তু সেই ম্যাচের কথা ভুললে চলবে না। কারণ ২০২৬ বিশ্বকাপ এগিয়ে আসছে। দুঃখ নিয়ে বিশ্বকাপ শেষ করতে আর চাই না।'' 

আরও পড়ুন: এটার দরকার ছিল না, দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে না চেয়েও এই রেকর্ডের মালিক হলেন কুলদীপ যাদব ...