আজকাল ওয়েবডেস্ক: জমে উঠেছে ক্লাব বিশ্বকাপ। সেমিফাইনালে পিএসজি’র সামনে রিয়াল মাদ্রিদ। পুরনো ক্লাবের বিরুদ্ধে নামবেন কিলিয়ান এমবাপে। এটা ঘটনা, ফ্রান্সের ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আদালতে পর্যন্ত গিয়েছিলেন রিয়াল তারকা। কিন্তু আচমকাই সব মামলা তুলে নিলেন। কিন্তু কেন?
এমবাপের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ যে আচরণ করেছে তা এর আগেই সর্বসমক্ষে জানিয়েছিলেন ফরাসি তারকা। এমবাপের আইনজীবী জানিয়েছিলেন, পিএসজি তাঁকে মূল দলের বাইরে পাঠিয়ে অপমান করেছিল। সাধারণত পারফরম্যান্সের অভাব বা শৃঙ্খলাভঙ্গের কারণে এভাবে কোনও প্লেয়ারকে বাইরে পাঠানো হয়। সেটা যেহেতু তিনি করেননি, তাহলে তাঁকে দলের বাইরে পাঠিয়ে কেন মানসিকভাবে হেনস্থা করা হল? ২০২৩ সালের এশিয়া সফরেও একই ঘটনা ঘটেছিল। সম্প্রতি মানসিকভাবে হেনস্থা করার অভিযোগে পিএসজি’র বিরুদ্ধে মামলা করেছিলেন এমবাপে। যদিও এবার সব মামলা তুলে নিলেন তিনি। এমবাপের আইনজীবী জানিয়েছেন, ‘আমরা সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি।’ তবে পিএসজি’র থেকে এখনও তিনি ৫৫ মিলিয়ন ইউরো অর্থাৎ সাড়ে পাঁচশো কোটি টাকা পান, সেই মামলাটি এখনও চলছে। জানা যাচ্ছে, তিনি আপাতত মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে ভাবতে চান না। বরং পুরোপুরি ফুটবল সংক্রান্ত বিষয়েই মনোনিবেশ করতে চান।
তবে পিএসজি’ও ক্লাব বিশ্বকাপ নিয়ে রীতিমতো হুমকি দিয়ে রেখেছে। ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল–খেলাইফি জানিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদ ও এমবাপে নিয়ে একটা কথাই বলতে পারি, আমরা আগে কোয়ার্টার ফাইনাল জিতব, তারপর বাকি কথা হবে।” অবশেষে সেই বহুপ্রতীক্ষিত সেমিফাইনাল। এমবাপের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে জিততে মরিয়া তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালে পিএসজি’তে আসেন এমবাপে। সাত বছরে করেছেন রেকর্ড ২৫৬ গোল। একাধিকবার লিগ ১ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। ঘটনাচক্রে এমবাপে ছাড়ার পরই এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে ফ্রান্সের ক্লাব।
