আজকাল ওয়েবডেস্ক: নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েও সেরাটা এতদিন দিতে পারছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, বড় ক্লাবে খেলার চাপ হয়তো নিতে পারছিলেন না তিনি। সেই মুহূর্তেই সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন ফরাসি সুপারস্টার। মাদ্রিদে কেরিয়ারের প্রথম দিকে কিছুটা চাপের মধ্য দিয়ে গেলেও, এমবাপ্পে এখন দলের সাথে মানিয়ে নিয়েছেন এবং স্পেনে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানাচ্ছেন তিনি। এমবাপ্পে ফর্মে ফিরে এসেছেন একদম সঠিক সময়ে। সামনেই রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বুধবার সান্তিয়াগো বার্নাবেউতে আরবি সালজবার্গের মুখোমুখি হবেন এমবাপ্পেরা।

 

আগামী সপ্তাহে ব্রেস্টের মাঠে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে স্প্যানিশ জায়ান্ট। ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে এমনটা কল্পনা করাও কঠিন। তবে লিগের শুরুটা ভাল না হওয়ায় বর্তমানে মাদ্রিদ বর্তমানে টেবিলের ২০তম স্থানে রয়েছে। প্রথম আটে না থাকলে পরের পর্বে যাওয়া হবে না রিয়ালের। গত ইউসিএলের ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারতে হয়েছে রিয়ালকে। সেখানে পেনাল্টি মিস করেছিলেন কিলিয়ান। এমনকি, এসি মিলানের বিরুদ্ধে ঘরের মাঠে এবং লিলের মাঠেও হারতে হয়েছে রিয়ালকে। অন্যদিকে, অ্যানফিল্ডে হারের পরপরই এমবাপ্পে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আরও একটি পেনাল্টি মিস করেন।

 

সেখান থেকে এমবাপ্পে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। তারপর থেকে নিজের কথাকে কাজে পরিণত করে এমবাপ্পে মাদ্রিদের হয়ে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে আটটি গোল করেছেন। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে মাদ্রিদ হারলেও একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করেছেন এমবাপ্পে। তাঁর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এমবাপ্পে বর্তমানে সেই বিধ্বংসী মানের খেলোয়াড় হয়ে উঠেছেন যে আশা করেই রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাঁকে নিয়ে এসেছিলেন। রবিবার লা লিগায় লাস পালমাসের বিরুদ্ধে মাদ্রিদের জয়ে জোড়া গোল করে এমবাপ্পে তাঁর সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। লাস পালমাসকে হারিয়ে রিয়াল লা লিগার শীর্ষে উঠে এসেছে।