আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আমূল পরিবর্তন হতে চলেছে। নেতৃত্ব ছাড়লেন ক্রেগ ব্রেথওয়েট। সোমবার ক্রিকেটের দুই ফরম্যাটে অধিনায়ক বদলের কথা জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট অধিনায়ক হিসেবে সরে দাঁড়ান ব্রেথওয়েট। টি-২০ দলেও পরিবর্তন। এবার থেকে সংক্ষিপ্ত ফরম্যাটেও অধিনায়ক সাই হোপ। রোভমান পাওয়েলের জায়গায় তাঁকে দায়িত্ব দেওয়া হল। ২০১৭ সাল থেকে লাল বলের ক্রিকেটে অধিনায়ক ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজকে ৩৯টি টেস্টে নেতৃত্ব দেন। কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই সরে দাঁড়ালেন। তাঁর উত্তরসূরির নাম এখনও ঘোষণা করা হয়নি। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হওয়ার আগে দায়িত্ব নেবেন নতুন অধিনায়ক। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
শুধুমাত্র লাল বলের ক্রিকেট নয়, সাদা বলের ক্রিকেটেও পরিবর্তন আনা হল। ২০২২ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ অধিনায়ক রোভমান পাওয়েল। তাঁকে সরিয়ে দেওয়া হল। পরের বছর টি-২০ বিশ্বকাপ। সেই কথা ভেবেই এই পদক্ষেপ নিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দুই ফরম্যাটে অধিনায়ক বদলে ক্যারিবিয়ান ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। লাল এবং সাদা বলের ফরম্যাটে ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফোকাস করা হচ্ছে। টি-২০ বিশ্বকাপে দু'বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান ক্রিকেটের হারিয়ে যাওয়া জৌলুস ফেরানোর চেষ্টায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
