আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শুরু হবে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইছেন কেএল রাহুল। স্বেচ্ছায় এই ম্যাচ খেলার ইচ্ছাপ্রকাশ করেন রাহুল। প্রথমে বেঙ্গালুরুতে ইংল্যান্ড সফরের প্রস্তুতি সারতে চেয়েছিলেন। কিন্তু অধিকাংশ শহরে বর্ষা প্রবেশ করেছে। তাই বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে বেঙ্গালুরু ছেড়ে লন্ডনে আগাম পাড়ি দেন তারকা ক্রিকেটার। ২০ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ। দল যাওয়ার আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে রাহুল। শুক্রবার মুম্বই থেকে রওনা দেবেন শুভমন গিলরা।
ইংল্যান্ডের মাটিতে যথেষ্ট সফল রাহুল। জোড়া শতরান রয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর দলের সবচেয়ে সিনিয়র ব্যাটার। যদিও গড় তেমন উল্লেখযোগ্য নয়। ৫৮ টেস্টে তাঁর গড় ৩৩.৫৭। লাল বলের ক্রিকেটে অধিকাংশ সাফল্য ওপেনার হিসেবে। রোহিতের অবসরের পর রাহুল ওপেনিংয়ে ফিরবেন না মিডল অর্ডারেই খেলবেন সেটা এখনও জানা যায়নি। এমনকী শুভমন গিল এবং সাই সুদর্শনের ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলার কথা ছিল। কিন্তু আইপিএলের জন্য সেটা সম্ভব হয়নি। প্রথম ম্যাচে ভারতীয় টেস্ট দলের ছ'জন অংশ নেয়। দ্বিতীয় ম্যাচে খেলবেন আকাশ দীপ। যশস্বী জয়েসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার ছাড়াও সুযোগ দেওয়া হতে পারে ঋতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিষাণকে। শার্দূল ঠাকুর এবং নীতিশ রেড্ডির মধ্যে একজনকে খেলানো হবে।
