আজকাল ওয়েবডেস্ক: ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ৪১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ২ উইকেট হারিয়ে ভারতের রান ১২১। উইকেটে আছেন কেএল রাহুল এবং শুভমন গিল। ৫৩ রানে অপরাজিত ভারতীয় ওপেনার। ইংল্যান্ডের ফর্ম অব্যাহত রাখেন রাহুল। একটা দিক ধরে রাখেন। তবে রান পাননি যশস্বী জয়েসওয়াল। ৫৪ বলে ৩৬ রানে আউট হন। শুরুটা একটু মন্থর ছিল বাঁ হাতির। খাতা খুলতে ১৩ বল নেন। তবে তারপর দ্রুত ছন্দ খুঁজে পান। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ৭টি চারের মাধ্যমে ৩৬ রান করেন। ৬৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওয়ান ডাউনে নেমে আবার ব্যর্থ সাই সুদর্শন। ইংল্যান্ডের মাটিতে দুটো টেস্টে এই পজিশনে ব্যাট করার সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি। ঘরের মাঠেও ব্যর্থ। মাত্র ৭ রান করে ফেরেন সুদর্শন।
তৃতীয় উইকেটে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। টেস্টে টস ভাগ্য এদিনও খোলেনি ভারতের। আবারও টসে হারেন গিল। তবে তাতে খুব বেশি পার্থক্য হয়নি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ডাহা ব্যর্থ। মাত্র ১৬২ রানে শেষ হয়ে যায় ইনিংস। দুই দলের মধ্যে পার্থক্য চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় চেজরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ব্যর্থ হওয়ার পর প্রত্যাবর্তনের লক্ষ্যে নেমেছিলেন ক্যারিবিয়ানরা। কিন্তু ব্যর্থতা অব্যাহত। ব্যাটাররা ডাহা ব্যর্থ। টপ থেকে মিডল অর্ডার, কেউই রান পায়নি। সর্বোচ্চ রান জাস্টিন গ্রিভসের। ৩২ রান করে বুমরার বলে বোল্ড হন। ৫০ ওভারও ব্যাট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স ঘরের মাঠেও ধরে রাখেন মহম্মদ সিরাজ। আরও একটি রেকর্ড হায়দরাবাদের পেসারের। প্রথম ইনিংসে চার উইকেট তুলে নেন তারকা পেসার। চলতি বছর টেস্টে ৩১ উইকেট সংগ্রহ করে ফেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে এই নজির গড়েন সিরাজ। ছাপিয়ে যান মিচেল স্টার্ককে। ক্যালেন্ডার বছরে অস্ট্রেলিয়ান তারকার ২৯ উইকেট ছিল। বুমরা নেন তিন উইকেট। জোড়া উইকেট কুলদীপ যাদবের।
আহমেদাবাদের মেঘলা পরিবেশের জন্য একজন বাড়তি পেসার খেলানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন শুভমন গিল। কিন্তু এদিন দুই পেসার, তিন স্পিনার নিয়েই নামে ভারত। দুই পেসার যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। তিন স্পিনার রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। দুই ভারতীয় পেসারের দাপটেই কুপোকাত ক্যারিবিয়ানরা। বুমরা এবং সিরাজ মিলে ৭ উইকেট তুলে নেয়। কোনও প্রতিরোধ গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাঝে রোস্টন চেজ এবং সাই হোপ পার্টনারশিপ গড়ার কিছুটা চেষ্টা করলেও, শেষপর্যন্ত সফল হয়নি। ৫০ ওভারও খেলতে পারেনি তাঁরা। ব্যাট করতে নেমে বিশেষ সমস্যায় পড়তে হয়নি ভারতকে। প্রথম থেকেই ক্রিজে স্বচ্ছন্দে ছিলেন রাহুল। প্রথম দিনের শেষে যা পরিস্থিতি, তাতে ভাল জায়গায় ভারত। বড় ইনিংসের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া। ব্যাট করা বাকি ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডির।
