আজকাল ওয়েবডেস্ক: ২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে গৌতম গম্ভীরের উদ্দেশে গুরুতর বার্তা কেএল রাহুলের। শুক্রবার নরথ্যাম্পটনের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শতরান করলেন রাহুল। প্রায় পাঁচ মাস পর প্রথম লাল বলের ক্রিকেট খেললেন। ওপেনার হিসেবে নেমেই সফল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগেই বিদেশের মাটিতে প্রথম শতরান তুলে নেন রাহুল। ফাইনাল সেশনে ইংল্যান্ড লায়ন্সের অধিনায়ক জেমস রিউয়ের বোলিংয়ে একশোয় পৌঁছে যান। বিপক্ষের পেসারদের বিরুদ্ধে আধিপত্য দেখান রাহুল। শেষপর্যন্ত ১৬৮ বলে ১১৬ রান করে আউট হন। ইনিংসে ছিল ১৫টি চার এবং একটি ছয়।
চায়ের বিরতিতে ৯৩ রানে অপরাজিত ছিলেন। ৩ উইকেট হারিয়ে ভারতীয় এ দলের রান ছিল ২১৩। ৩৭ রানে ব্যাট করছিলেন ধ্রুব জুরেল। দ্বিতীয় সেশনে দাপটে ছিল ভারতের। মাত্র একটা উইকেট হারায়। ৪০ রানে আউট হন করুণ নায়ার। অর্ধশতরান পর্যন্ত সময় নিয়ে খেলেন রাহুল। কিন্তু তারপর থেকে আগ্রাসী মনোভাবে দেখা যায়। ব্যাট হাতে ব্যর্থ যশস্বী জয়েসওয়াল (১৭) এবং অভিমন্যু ঈশ্বরণ (১১)। দু'জনেই প্রথম সেশনে আউট হয়। ভারতীয় দল ইংল্যান্ড পাড়ি দেওয়ার আগেই পৌঁছে যান রাহুল। বেঙ্গালুরুতে প্রস্তুতি সারার কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়ার জন্য আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বোর্ডের কাছে বিশেষ অনুমতি নেন রাহুল। দ্বিতীয় বেসরকারি টেস্টে খেলার ইচ্ছাপ্রকাশ করেন। রোহিত শর্মার অবসরে ওপেনিংয়ে একটা স্লট খালি রয়েছে। অভিমন্যু ঈশ্বরণ বা সাই সুদর্শনের মতো অনভিজ্ঞ তরুণদের না খেলিয়ে, যশস্বীর সঙ্গে রাহুলকে নামানো যেতে পারে। এদিনের ইনিংস সেই বার্তাই বয়ে নিয়ে যাবে গম্ভীরের কাছে।
