আজকাল ওয়েবডেস্ক: ছয় নম্বরে নেমেছেন। কাজ শেষ করে এসেছেন। সেটা অস্ট্রেলিয়া ম্যাচ হোক। বা ফাইনাল। গুরু গম্ভীর জমানায় লোকেশ রাহুলের ভূমিকাটাই গেছে বদলে। যেখানে গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নামছেন। দলের নির্দেশে কখনও আক্রমণাত্মক। তো কখনও খেলা শেষ করে আসার নির্দেশ। রাহুল বলছেন, ‘দেখছি আর শিখছি।’
ওয়ানডে ক্রিকেটে বারবার রাহুলের ব্যাটিং অর্ডার বদলেছে। এখন তিনি নামেন ছয়ে। পাঁচে নামানো হচ্ছে অক্ষরকে। ফাইনালেও ওই সময়ে নেমে মাথা ঠাণ্ডা করে ৩৩ বলে ৩৪ করে এসেছেন। পাঁচ ম্যাচে চার ইনিংসে রাহুলের রান ১৪০। তার মধ্যে সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে অপরাজিত ৪২ রয়েছে।
রাহুলের কথায়, ‘ছোটবেলা থেকেই জেনে এসেছি ক্রিকেট টিম গেম। দলের প্রয়োজনে খেলতে হবে। আর সেটা মেনেও নিতে হবে। দলের জন্য যে কোনও জায়গায় ব্যাট করতে হবে। এটা তো ঘটনা যে দলকে জেতানোই হল মূল কাজ।’
এরপরই রাহুল বলছেন, ‘একটা প্রস্তুতি লাগে। দীর্ঘ প্রস্তুতি। খেলার বাইরেও একটা খেলা থাকে। যে কোনও পরিস্থিতি হোক পজিশন যাই হোক রান করে যেতে হবে। দলের কাজে লাগতে হবে। আর এই কাজ তো আগেও করেছি। যদি পরবর্তীতে অন্য কোনও দায়িত্ব আসে, সেটাই পালন করতে প্রস্তুত।’
