আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় এ দলের হয়ে ওপেনিংয়ে শতরান করে গৌতম গম্ভীরকে বার্তা দিয়েছেন কেএল রাহুল। কিন্তু আদৌ কি ওপেন করতে দেখা যাবে তারকা ক্রিকেটারকে? এটাই এখন বড় প্রশ্ন। ২০ জুন ভারতীয় ক্রিকেটে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। টি-২০ তে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া অভ্যস্ত হয়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু টেস্টে এই প্রথম আধুনিক ক্রিকেটের দুই কিংবদন্তিকে ছাড়া নামবে টিম ইন্ডিয়া। শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ড সিরিজ ভারতের জন্য অ্যাসিড টেস্ট। রোহিতের জায়গায় কে ওপেন করবে সেটাই বড় প্রশ্ন। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ওপেন করবেন কেএল রাহুল। তিন নম্বরে ব্যাট করবেন সাই সুদর্শন। চারে শুভমন গিল। কিন্তু তেমন মনে করছেন না রিকি পন্টিং।
অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর সঙ্গে ওপেন করতে দেখা যাবে সাই সুদর্শনকে। তিন নম্বরে কেএল রাহুল বা করুণ নায়ারের মধ্যে একজনকে চাইছেন প্রাক্তন অজি তারকা। পন্টিং বলেন, 'আমার মনে হয় যশস্বী এবং সাই ওপেন করবে। আমার কাছে সুদর্শন ক্লাস প্লেয়ার। আমার মতে, টেকনিক্যালি ও টেস্ট ক্রিকেটে ভাল করবে। দু'জন তরুণ ওপেনার নিয়ে নামতে হবে ভারতকে। তাই তিনে অভিজ্ঞ একজনকে চাইবে। সেক্ষেত্রে কেএল রাহুল বা করুণ নায়ারকে খেলানো হতে পারে। চারে শুভমন গিল। নেতৃত্বের শুরুতে যা ওর থেকে চাপ কমাতে পারে। ওপেন করতে না হলে, বা তিনে না নামতে হলে ওর জন্য কিছুটা সুবিধা হতে পারে। ভারতের টপ ফাইভ হতে পারে সুদর্শন, জয়েসওয়াল, রাহুল, গিল এবং নায়ার।' ১৩ জুন নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে ভারতীয় দল। শুভমন জানান, তারপরই ব্যাটিং অর্ডার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
