আজকাল ওয়েবডেস্ক: লিডসে প্রথমদিন পুরো আধিপত্য ছিল ভারতের। ওপেনিংয়ে কেএল রাহুল এবং যশস্বী জয়েসওয়ালের ৯১ রানের পার্টনারশিপ দিয়ে শুরু। আগাগোড়াই থ্রি লায়ন্সদের থেকে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। মধ্যাহ্নভোজের ঠিক আগে জোড়া উইকেট হারায়। কিন্তু ক্যাপ্টেনস নক গিলের। দিনের শেষে ১২৭ রানে অপরাজিত ভারত অধিনায়ক। ১০১ করেন যশস্বী। তবে ঋষভ পন্থের ৬৫ রান 'চেরি অন দ্য কেক।' দিনের শেষ ওভারেও নিজের আগ্রাসী মনোভাবের পরিচয় দেন ভারতের উইকেটকিপার ব্যাটার। ক্রিস ওকসকে বিশাল ছক্কা হাঁকান। সাধারণত দিনের শেষ ওভারে উইকেট বাঁচিয়ে রাখার চেষ্টা করে ব্যাটাররা। কেউই আউট হতে চায় না। সেখানে নির্ভীক মনোভাব দেখান পন্থ।
দিনের শেষ বলের পর ড্রেসিংরুমে প্রবেশ করতেই তাঁদের অভিনন্দন জানায় গোটা দল। সিঁড়ি দিয়ে ওঠার সময়, পন্থকে হাতজোড় করে মাথা নত করে কুর্নিশ জানান কেএল রাহুল। শেষ ওভারে সতীর্থের আগ্রাসী ব্যাটিং দেখে মুগ্ধ তিনি। যা ফ্যানদের নজর এড়ায়নি। সেই বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুক্রবার টেস্ট ক্রিকেটে ৩০০০ রান সম্পূর্ণ করেন পন্থ। ছাপিয়ে যান এমএস ধোনিকে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে এই রান কোনও ভারতীয় উইকেটকিপার ব্যাটারের নেই।
