আজকাল ওয়েবডেস্ক: ম্যানচেস্টার টেস্ট দারুণ এক সন্ধিক্ষণে। ম্যাচ বাঁচানোর লড়াইয়ে লোকেশ রাহুল ও শুভমান গিল। শনিবার চতুর্থ দিনের খেলার শেষে ভারতের রান ২ উইকেটে ১৭৪ রান। ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল ৮৭ ও গিল ৭৮। ইংল্যান্ডের থেকে ভারত পিছিয়ে রয়েছে এখনও ১৩৭ রানে।
প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৬৬৯ রানে। ভারত ৩১১ রানে পিছিয়ে এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংস খেলতে নামে।খাতা না খুলেই ফিরে যান যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। রক্তের গন্ধ ততক্ষণে পেয়ে গিয়েছে ইংল্যান্ড শিবির। আরও দু-একটা উইকেট পড়ে গেলেই ম্যাচ চলে আসবে ইংল্যান্ডের মুঠোয়।
আরও পড়ুন: এবার টেস্ট অবসরের পথে তারকা ভারতীয়! ম্যানচেস্টার টেস্টের মাঝেই দাবি কাইফের
বুকের উপরে চেপে বসা পাথরটা ধীরে ধীরে ঠেলে সরালেন লোকেশ রাহুল ও শুভমান গিল। ১৭২ রানের পার্টনারশিপ দুই ব্যাটারের। এরপরেও কিন্তু বলা যাচ্ছে না ভারত ম্যাচ বাঁচিয়ে দেবে। কারণ খেলাটার নাম ক্রিকেট। বিশেষজ্ঞরা বলেন, মহান অনিশ্চয়তার এক খেলা। পঞ্চম দিন এই দুই ব্যাটারের উপরে অনেক কিছু নির্ভর করছে। বলা যায়, বাঁচা-মরা সবই এই দু'জনের উপরে। রবিবার তাঁরা যতক্ষণ ক্রিজে কাটাতে পারবেন, তততই মঙ্গল ভারতের। ক্রিকেট দেবতা অবশ্য কোন চিত্রনাট্য লিখে রেখেছেন ম্যানেচেস্টার টেস্টের জন্য, সেটাই দেখার।

এদিকে ভারতীয় বোলিংকে নিয়ে ছেলেখেলা করে ইংল্যান্ড প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ৫৪৪। চতুর্থ দিনের শুরুতে বুমরাহর বলে লিয়াম ডসন (২৬) আউট হলেও ইংল্যান্ড অধিনায়ক স্টোকস ছিলেন দুরন্ত। তাঁকে রোখে কার সাধ্যি! স্টোকস খেললেন ১৪১ রানের ইনিংস।
ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন তিনি। সেঞ্চুরি হয়ে যাওয়ার পর স্টোকস আরও গতি আনেন নিজের ব্যাটিংয়ে। ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন স্টোকস। ১৬৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বাকি ৪১ রান করেন ৩৪ বলে।
শেষমেশ জাদেজার বলে তাঁর ক্যাচ ধরেন সাই সুদর্শন। স্টোকসের ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। ব্যক্তিগত ৪৭ রানে আউট হন কার্স। তিনি জাদেজার শিকার। ভারতীয় বোলিং নির্বিষ দেখায়। জাদেজা চার-চারটি উইকেট নেন। বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। সিরাজ এবং অংশুল কম্বোজের নামের পাশে লেখা একটি করে উইকেট। কিন্তু বুম বুম বুমরাহর কাছ থেকে প্রত্যাশিত বোলিং দেখা গেল না। তাঁর গতি কমেছে ম্যানচেস্টারে। সোশ্যাল মিডিয়ায় জল্পনা হল, তবে কি এবার টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন ভারতের তারকা পেসার?
কিন্তু ভারতের ক্রিকেটপ্রেমীদের নজরে লোকেশ রাহুল ও শুভমান গিল। আশা-নিরাশার দোলাচলে দুলছেন টিম ইন্ডিয়ার ভক্তরা। ম্যাচ বাঁচাতে হলে ভারতকে গোটা দিন ব্যাট করতে হবে। কারণ এই ইংল্যান্ড যে ধরনের আগ্রাসী ব্যাটিং করে, তাতে তাদের কাছে কোনও টার্গেটই বেশি নয়। ভারত কী করে, সেটাই এখন দেখার।
