আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ফরম্যাট থেকে কি এবার সরে যাবেন জশপ্রীত বুমরাহ? বুম বুম বুমরাহর শেষ দেখতে পাচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর আশঙ্কা শীঘ্রই হয়তো টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বুমরাহ।
চোটের লাল চোখ দেখে বহুবার মাঠের বাইরে থাকতে হয়েছে বুমরাহকে। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পুরো সময় মাঠে থাকতে পারেনি বুমরাহ। প্রায় মাস তিনেক মাঠের বাইরে থাকতে হয়েছিল বিশ্বের অন্যতম সেরা পেসারকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি নামেননি।
বুমরাহকে নিয়ে সতর্ক ভারত। ইংল্যান্ড সফরে তিনি বিশ্রাম নিয়ে নিয়ে খেলছেন। পাঁচ চেস্টের মধ্যে তিনটিতে তিনি খেলবেন বলে শোনা যাচ্ছিল। তা নিয়ে অনেকেই বিরক্ত হয়েছিলেন। হেডিংলির প্রথম টেস্টের পর দ্বিতীয়টিতে বুমরাহ বিশ্রাম নেন। তার পরে অবশ্য বাকি দুটি টেস্টে নামেন বুমরাহ।
আরও পড়ুন: অবশেষে ঘোষিত হল এশিয়া কাপের সূচি, ভারত-পাক ম্যাচ কবে?
হেডিংলি ও লর্ডসে প্রথম ইনিংসে পাঁচটি করে উইকেট নেন বুমরাহ। ওল্ড ট্র্যাফোর্ডে বুমরাহ নিজের মেজাজে ধরা দেননি। ৩৩ ওভার হাত ঘুরিয়ে ১১২ রান খরচ করেন। টেস্ট কেরিয়ারে প্রথমবার একশোর বেশি রান খরচ করেন বুমরাহ।

কাইফ মনে করেন, আগের মতো ছন্দ খুঁজে পাচ্ছেন না তারকা বোলার। বোলিংয়ের ধার কমছে। ফিটনেস ধরে রাখার জন্য লড়ছেন। সোশ্যাল মিডিয়ায় কাইফ বলছেন, দ্রুতই টেস্ট থেকে বুমরাহ হয়তো অবসর নেবেন। কাইফের বক্তব্য, ''আমার মনে হয় না বুমরাহকে আগামী ম্যাচে খেলতে দেখা যাবে। এমনকী বুমরাহ হয়তো অবসরও নিয়ে নিতে পারে। শরীর নিয়ে ভুগছে। ম্যানচেস্টার টেস্টে কোথায় গেল বুমরাহর সেই গতি! বলে আগের মতো গতিই নেই।''
Bumrah to retire from tests? pic.twitter.com/PnMR2y6oEi
— Mohammad Kaif (@MohammadKaif)Tweet by @MohammadKaif
কাইফের মনে হচ্ছে, একশো শতাংশ দিতে পারছে না, এটা বুঝতে পারলে নিজেই সরে যাবে বুমরাহ। চ্যাম্পিয়ন বোলার যদি সত্যিই সরে যান, তাহলে বড় সড় ধাক্কা খাবে ভারতের বোলিং বিভাগ। বোলিং বিভাগে রক্তাল্পতা দেখা দেবে। কাইফ মনে করছেন, সেই দিন খুব দূরে নয়। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলছেন, ''১৩০-১২৫ কিমি বেগে বল করছে বুমরাহ। ওর বলে কিপার যে ক্যাচ ধরেছে, সেটা সামনে ঝাঁপিয়ে পড়ে নিতে হয়েছে। বুমরাহর মধ্যে খিদে আগের মতোই রয়েছে। তবে শরীরের কাছে হার মানছে।''
কাইফের মনে হচ্ছে, টেস্ট ম্যাচ খেলতে সমস্যা হবে বুমরাহর। দেশের প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন সরে গিয়েছেন। এবার বুমরাহকে ছাড়া টেস্ট ক্রিকেট দেখতে অভ্যস্থ হতে হবে দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে কাইফ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর এহেন ধারণা ভুল হলে তিনিই সবচেয়ে বেশি খুশি হবেন।
আরও পড়ুন:কল্যাণীর রং লাল-হলুদ, অনবদ্য সায়ন, মরশুমের প্রথম ডার্বিতে বাগানকে ধরাশায়ী করে ম্যাচ ইস্টবেঙ্গলের
