আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স  আইয়ার-গৌতম গম্ভীর যুগলবন্দি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল খেতাব এনে দিয়েছে। কিন্তু কলকাতাকে আইপিএল জেতানোর পরেও আইয়ারকে দলে রাখেনি নাইট ম্যানেজমেন্ট। 

মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে দলে নেয় কিংস পাঞ্জাব। ফাইনালে অল্পের জন্য স্বপ্ন ভাঙে শ্রেয়সের। এহেন শ্রেয়স আইয়ার সম্পর্কে বিস্ফোরক এক তথ্য জানিয়েছেন কেকেআর সদস্য রমনদীপ সিং। 

শ্রেয়সের হাতে যখন কেকেআরের নেতৃত্বের ব্যাটন ছিল, সেই সময়ের প্রসঙ্গ এক পডকাস্টে তুলে ধরেন রমনদীপ। গম্ভীর বাইরে থেকে যে নির্দেশ দিতেন, তা সবসময়ে মানতেন না শ্রেয়স আইয়ার। 

এক পডকাস্টে কেকেআরের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে রমনদীপ সিং বলেছেন, ''আমাদের বাইরে থেকে নির্দেশ দেওয়া হত। কিন্তু শ্রেয়স সবসময়ে সেই নির্দেশ মেনে চলত না।  যেটা নিজে ঠিক বলে মনে করত, সেটাই করত। আমাদেরও সেটাই করতে বলত। দারুণ আত্মবিশ্বাসী ছিল।'' 

এহেন আত্মবিশ্বাসে বলীয়ান ক্রিকেটারকেই কলকাতা নাইট রাইডার্স রাখল না দলে। চলে যেতে হল অন্য শহরে।