আজকাল ওয়েবডেস্ক:‌ ওমানকে টাইব্রেকারে হারিয়ে কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জিতল ভারত। টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে খালিদের প্রথম সাফল্য।
এটা ঘটনা, কাফা নেশনস কাপে ইরানের কাছে হারার পর সব দায় নিজের কাঁধে নিয়েছিলেন কোচ খালিদ জামিল। আর র‍্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা ওমানকে হারিয়ে তৃতীয় স্থান অর্জনের পর তাঁর মুখে শুধু ফুটবলারদের কথা। মাঠের বাইরে থেকে খালিদ যেভাবে ‘হোল্ড’, ‘আপ’, ‘ক্লিয়ার’, ‘ম্যান অন’ নির্দেশ দিচ্ছিলেন, সেটাই যেন ভারতীয় ফুটবলে হারিয়ে গিয়েছিল।


ম্যাচের পর খালিদ বলেছেন, ‘‌এই জয়ের সব কৃতিত্ব প্লেয়ারদের। তাদের মধ্যে বিশ্বাস ছিল। প্রত্যেকে খুব পরিশ্রম করেছে। আসল কথা হল, প্লেয়ারদের ঐক্য।’‌ এটাই কি ভারতের সেরা ম্যাচ? ঠিক কী বদল ঘটল ছাংতে–আনোয়ারদের মানসিকতায়? খালিদের বক্তব্য, ‘‌সবটাই আত্মবিশ্বাস। প্লেয়াররা কখনও আত্মবিশ্বাস হারায়নি। সবাই দল হিসেবে খেলেছে। সবাই সবাইকে সাহায্য করেছে। এটাই আসল কথা।’‌ 

 

আরও পড়ুন:‌ আচমকা হাসপাতালে রোহিত, কী হয়েছে হিটম্যানের?‌


টাইব্রেকারে ওমানকে ৩–২ গোলে হারায় ভারত। সেখানে নায়ক গুরপ্রীত সিং সান্ধু। গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন। তাঁর হাতেই যেন লেখা ছিল ভারতের জয়। তিনি শেষ শটটা বাঁচাতেই টাইব্রেকারে জেতে ব্লু টাইগার্সরা। গুরপ্রীত সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘দিনের শেষে তো স্মৃতিই থেকে যায়। দল হিসেবে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আমরা কি শুধুই অংশগ্রহণ করতে যাচ্ছি? নাকি নিজেদের সেই পর্যায়ে নিয়ে যাব, যে স্মৃতিটা আমাদের সবার মনে থাকবে। কাফা কাপের মতো কঠিন প্রতিযোগিতা আমাদের পরীক্ষা নিয়েছে। আমরা জিতেছি, হেরেছি, শিক্ষা নিয়েছি। কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি।’ অক্টোবরে এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন পর্ব। কাজ যে শেষ হয়নি, সেটা আবারও মনে করিয়ে দিচ্ছেন গুরপ্রীত।


তবে সেই ম্যাচগুলোর আগে কিছু ভাল–মন্দও থাকছে খালিদ–ব্রিগেডের জন্য। ফলাফলের ঊর্ধ্বে কাফা নেশনস কাপ থেকে ভারত অনেকগুলো শিক্ষা নিয়ে ফিরল। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে অন্তত লড়াই দেওয়ার সাহস আছে এই ভারতের। রক্ষণ অনেক বেশি জমাট হয়েছে। নিজেদের মধ্যে বোঝাপড়া বেড়েছে। পুরনো গুরপ্রীতকে খুঁজে পাওয়া গেল। সর্বোপরি খালিদ ভরসা দিচ্ছেন। কিন্তু প্লেয়ারদের শক্তি বাড়াতে হবে। তাঁকে এবার গোল করার লোক খুঁজতে হবে। রোজ থ্রো ইনে হেড থেকে গোল পাওয়া যে সম্ভব নয়, সেটা খালিদও জানেন।

এটা ঘটনা, বিদেশি কোচরা যা করতে পারেননি এতদিন, খালিদ জামিল প্রথম সুযোগেই তাই করে দেখালেন। জিততে ভুলে যাওয়া, হারের ভুলভুলাইয়ায় পথ হারানো এক দলকে নিয়ে খালিদ জামিল বিদেশের মাটিতে তৃতীয় স্থান দখল করলেন। আটটি দেশের মধ্যে ভারত তৃতীয়। এ–ও তো গর্বেরই বিষয়। ইরান, ওমান, তাজিকিস্তানের মতো দেশের সঙ্গে পাল্লা দিয়ে লড়লেন ছাংতে, গুরপ্রীতরা। অবশেষে সোমবার ভারতীয় ফুটবলের ‘‌চক দে’‌ বিদেশের মাঠে। 

দিনকয়েক পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। গোটা দেশ বুঁদ হয়ে থাকবে তাতে। তার ঠিক আগে খালিদ জামিল ও তাঁর ছেলেরা কিন্তু অসাধ্য সাধান করে এলেন।