আজকাল ওয়েবডেস্ক: আল নাসেরে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ক্লাবকে ট্রফি দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপেক্ষা আরও বাড়ল আল নাসের সমর্থকদের। অপেক্ষা বাড়ল রোনাল্ডোরও। আল নাসেরকে ২-৩ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল কাওয়াসাকি ফ্রন্তালে। 

ম্যাচের একেবারে শেষ লগ্নে গোল করার সুযোগ নষ্ট করলেন সিআর সেভেন। তীব্র হতাশা ফুটে উঠল তাঁর চোখে মুখে। এএফসি চ্যম্পিয়ন্স লিগে শেষ চার থেকে বিদায় নিল আল নাসের। 

আল নাসের বনাম কাওয়াসাকি ম্যাচে সবাই ধরেই নিয়েছিল এই লড়াইয়ে ফেভারিট রোনাল্ডোর আল নাসেরই। কিন্তু সব সময় যা ভাবা হয়, তা হয় না। খেলার দশ মিনিটে দারুণ এক ভলিতে কাওয়াসাকিকে এগিয়ে দেন তাতসুয়ে।আল নাসের ২৮ মিনিটে সমতা ফেরায়। গোলটি করেন সাদিও মানে।

এর  ছ'মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত আল নাসের। রোনাল্ডোর হেড বারে লেগে প্রতিহত হয়। ৪১-তম মিনিটে ফের এগিয়ে যায় কাওয়াসাকি। তাদের হয়ে গোলটি করেন  ইউতো ওজেকি। ৭৬ মিনিটে আকিহিরোর বাঁ পায়ের শটে ৩-১ করে ফেলে কাওয়াসাকি।

৮৭ মিনিটে আইমান ইয়াহইয়া ব্যবধান কমান আল নাসেরের হয়ে। বাকি সময়ে চাপ আরও বাড়ায় সৌদির ক্লাব। খেলার শেষ বাঁশির আগে সোনার সুযোগ পান রোনাল্ডো। কিন্তু গোলের সুযোগ তিনি নষ্ট করেন।

২০২৩ সালে আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। সেই বছর আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতলেও তা সরকারি কোনও টুর্নামেন্ট ছিল না। বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়ল। 

এবারের প্রো লিগেও আল নাসের পিছিয়ে রয়েছে অনেকটাই। ২৯ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল। আর ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাসের।