আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ছন্দে ছিলেন। আট ইনিংসে করেছিলেন ৭৭৯ রান। তার মধ্যে ছিল পাঁচটি শতরান। আচমকাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্য করুণ নায়ারের নাম ভেসে উঠেছিল। মিডল অর্ডারে অনেকেই করুণের নাম ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু নির্বাচকরা লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের উপরেই আস্থা রেখেছেন।
দেশের হয়ে সেই ২০১৬ সালে নায়ার দুটি একদিনের ম্যাচ খেলেছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। রান মাত্র ৪৬। দেশের হয়ে খেলেছেন ৬ টেস্ট। রান ৩৭৪। তার মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিশতরানও রয়েছে। যদিও এরপর ছন্দ হারানোয় তিনি আর জাতীয় দলে জায়গা পাননি। সেই নায়ার বলছেন, ‘দেশের হয়ে ফের খেলার কথা সবসময়ই মাথার মধ্যে থাকে। দেশের হয়ে খেলার স্বপ্ন সবাই দেখে। প্রতিদিন নতুন করে শুরু করতে হয়। অতীতে কী করেছিল তা ভেবে লাভ নেই। সামনের দিকে তাকাতে হবে। পারফর্ম করে যেতে হবে।’
নির্বাচক প্রধান জানিয়েছিলেন, নায়ারের নামও আলোচনায় উঠেছিল। কিন্তু সবাইকে তো আর জায়গা দেওয়া যায় না। আগরকারের কথায়, ‘নায়ারের নাম আলোচনায় উঠেছিল। কিন্তু সবাইকে তো খুশি করা যায় না। কেউ চোট পেলে তখন না হয় নায়ারের কথা ভাবা যাবে।’
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম খেলা ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। তারপর ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত সব ম্যাচই খেলবে দুবাইয়ে।
