আজকাল ওয়েবডেস্ক: রবিবার দুবাইয়ে এশিয়া কাপে মহারণ। মুখোমুখি ভারত–পাক। দুর্বল আমিরশাহিকে প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে ভারত। শুক্রবার অভিযান শুরু করবে পাকিস্তান। প্রতিপক্ষ হংকং।
 
 এদিকে, মহারণের আগে ভারতীয় দলকে ফোকাস ধরে রাখার বার্তা দিয়ে রাখলেন দেশের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।
 
 বৃহস্পতিবার চণ্ডীগড়ে এক ইভেন্টে গিয়ে কপিল বলেন, ‘ভারতীয় প্লেয়ারদের উচিত শুধু খেলায় মনটা রাখা। ওদের টিমটা যথেষ্ট ভাল। তাই রবিবার ভারতের জেতা উচিত। তবে টিমকে বাইরের আওয়াজে কান দিলে চলবে না। শুধুমাত্র নিজেদের পারফরম্যান্সে মন দিতে হবে। আমি টিমকে বলব, মাঠে যাও। আর গিয়ে স্রেফ ম্যাচটা জেতো।’
আরও পড়ুন: গান শুনতে ভালবাসেন, শচীন ছাড়া আর কে আদর্শ ক্রিকেটার? জানালেন গিল
 
 তবে পহেলগাঁও হামলা এবং তার পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এমনকী সুপ্রিম কোর্টেও বৃহস্পতিবার একটা পিটিশন জমা পড়ে। জরুরি লিস্টিংয়ের দাবি তুলে। আইনের জনা কয়েক ছাত্র সুপ্রিম কোর্টে পিটিশন জমা করে দাবি তোলেন যে, পহেলগাঁও হামলার পর অপারেশন ‘সিঁদুর’ মারফত যে বার্তা দেওয়া হয়েছে, তার প্রেক্ষিত থেকে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ম্যাচ খেলতে নামা সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু সুপ্রিম কোর্টে সেই পিটিশন বিশেষ আমল পায়নি। কপিলও সেই প্রসঙ্গে বলে দিয়েছেন, ‘সরকারের কাজ সরকার করুক। প্লেয়াররা তাদের কাজ করুক।’ 
 
 সূর্যকুমার যাদবরা অবশ্য তা করছেন না। আরব আমিরশাহিকে প্রথম ম্যাচে গুঁড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। চারটে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তিনটে উইকেট নিয়েছেন শিবম দুবে। খেলা শেষে কুলদীপ বলে দিয়েছিলেন, ‘আমি শুধু সঠিক লেংথে বোলিং করছিলাম। আর বোঝার চেষ্টা করছিলাম যে, ব্যাটার পরের বলে কী করতে পারে?’ শিবম দুবে আবার কৃতিত্ব দিয়ে গেছেন ভারতীয় টিমের বোলিং কোচ মর্নি মর্কেলকে। বললেন, ‘ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে ফিরে আসার পর থেকেই মর্নি আমাকে নিয়ে পরিশ্রম করছিল। আমাকে কিছু কিছু পরামর্শ দিয়েছে মর্নি। সেটা নিয়েই কাজ করছিলাম আমি। আমাকে ও বলেছিল, অফস্টাম্প লাইনের বাইরে বোলিং করতে। তা ছাড়া আমার স্লোয়ার উন্নত করতে সাহায্য করেছে। রান আপও বদলে দিয়েছে আমার কিছুটা।’ প্রথম ম্যাচে টিমের পারফরম্যান্সে খুশি এশিয়া কাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও। তিনি বলেছেন, ‘ক্লিনিকাল পারফরম্যান্স বলতে যা বোঝায়, বুধবারের ম্যাচে পারফরম্যান্স ঠিক তাই। বোলাররা ভাল বোলিং করেছে। একই সঙ্গে অভিষেকের (শর্মা) কথাও বলব। ও এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি–টোয়েন্টি ব্যাটার। টার্গেট পঞ্চাশ হোক বা দু’শো, ওর অ্যাপ্রোচ একই রকম থাকে।’
এদিকে, ভারত ইতিমধ্যেই পাক ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। টিম ইন্ডিয়ার সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু। তিনি দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর দিকে জোর দিয়েছেন। আমদানি করেছেন ব্রঙ্কো টেস্টের। এই টেস্টের ব্যাপারে লে রু’র বক্তব্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের অফিসিয়াল পেজে পোস্ট করেছে।
