আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় ব্যাটারদের তুমুল সমালোচনা চলছে। সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই পরিস্থিতিতে ১৯৮৩–র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের পরামর্শ, অনুশীলনে আরও জোর দিক রোহিতরা। প্রাথমিক বিষয়গুলোয় জোর দিলেই ভুল শুধরে নিতে পারবেন ভারতীয় ব্যাটাররা।
কপিলের কথায়, ‘ব্যাটিংয়ের প্রাথমিক বিষয়গুলোয় জোর দাও। অনুশীলন আর অনুশীলন এটাই মোদ্দা কথা। ঘরে বসে কোনও উন্নতি হবে না। খারাপ সময় যখন চলে, তখন আরও অনুশীলন প্রয়োজন। যত বেশি অনুশীলন, তত হবে উন্নতি।’
এদিকে রিকি পন্টিং ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করেছেন, বর্ডার–গাভাসকার ট্রফি অস্ট্রেলিয়া ৩–১ ব্যবধানে জিতবে। পন্টিংয়ের মতে, সামির অনুপস্থিতিতে ভারতীয় বোলারদের ২০ উইকেট তুলে নেওয়া কষ্টসাধ্য ব্যাপার।
প্রসঙ্গত, শেষ চারটি বর্ডার–গাভাসকার ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের এখন যা অবস্থা তাতে বর্ডার–গাভাসকার ট্রফিতে ফেবারিট অস্ট্রেলিয়াই। পন্টিং বলেছেন, ‘কামিন্সদের দেখে অনেক বেশি ব্যালান্সড ও আত্মবিশ্বাসী মনে হচ্ছে। দলটাও অভিজ্ঞ। তাই আমার মতে অস্ট্রেলিয়াই জিতবে আসন্ন সিরিজ।’
