আজকাল ওয়েবডেস্ক: ১৬ বছরের কিশোরী কমলিনীর উপরে অগাধ আস্থা দেখাল মুম্বই ইন্ডিয়ান্স। মহিলাদের আইপিএলের নিলামে তামিলনাড়ুর কমলিনী কোটিপতি হয়ে গেলেন। ২০২৫ সালের মহিলাদের আইপিএলে এই কিশোরী ক্রিকেটারের দাম উঠল ১.৬০ কোটি টাকা। তার বেস প্রাইস ছিল ১০ লক্ষ। দীর্ঘ সময় ধরে কমলিনীকে নিয়ে দর হাঁকাহাঁকি চলে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। শেষমেশ তাঁকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
কমলিনী বাঁ হাতি উইকেট কিপার-ব্যাটার। লেগ স্পিন বল করতে পারে। সুপার কিংসের স্টেডিয়ামে অনুশীলন করে কমলিনী। অনূর্ধ্ব ১৯ ঘরোয়া টুর্নামেন্টে কমলিনী আটটি ম্যাচে ৩১১ রান করে। অনূর্ধ্ব ১৯ত্রিদেশীয় টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ৭৯ রান করে কমলিনী। যদিও এখনও পর্যন্ত মাত্র টি-টোয়েন্টি খেলেছে সে। এদিন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে জিতেছে ভারত। কমলিনী ২৯ বলে ৪৪ রান করে। পাকিস্তানকে হারানোর কারিগর সে।
মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রথম এগারোয় জায়গা পেতে হলে ইয়াস্তিকা ভাটিয়ার সঙ্গে লড়তে হবে কমলিনীকে। উইকেট কিপার হিসেবে প্রথম পছন্দ ইয়াস্তিকাই। মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ শার্লট এডওয়ার্ডসের কাছ থেকে অনেক সাহায্য পাবে ১৬ বছরের প্রতিশ্রুতিমান ক্রিকেটার।
