আজকাল ওয়েবডেস্ক: ২৫ জুন, ১৯৮৩। কোনওদিন ভুলতে পারবেন না ভারতের ক্রিকেটপ্রেমীরা। ২৫ জুন, ১৯৭৮। দিনটা চিরকাল মনে থাকবে আর্জেন্টাইনদের কাছে। 

একই তারিখ। কিন্তু মাঝে পাঁচ বছরের ব্যবধান। বিশ্বজয় করে নিয়েছিল আর্জেন্টিনা ও ভারত। আর্জেন্টিনা ফুটবলে। ভারত ক্রিকেটে। ২৫ জুন হয়ে দাঁড়াল দুই দেশের কাছে গর্বের। 

৪৭ বছর আগে আজকের দিনে প্রথমবার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল নীল-সাদা জার্সিধারীরা। কপিলদের বিশ্বজয়ের ৪২ পূর্তি আজ। 

৭৮-এর বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডসকে। আর লর্ডসের ফাইনালে কপিলরা ৪৩ রানে মাটি ধরিয়েছিলেন ক্লাইভ লয়েডের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে। 

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হতে লেগে য়ায় ৪৮ বছর। ৭৮-এর ফাইনালে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন মারিও কেম্পেস ও বার্তোনি। হল্যান্ডের হয়ে গোলটি করেছিলেন নান্নিঙ্গা। 

কেম্পেস ৩৮ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন নীল-সাদা জার্সিধারীদের। নান্নিঙ্গা সমতা ফেরান ৮২ মিনিটে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তার পরে আর আর্জেন্টিনাকে আটকানো যায়নি। 

তার পাঁচ বছর পরে লর্ডসে বলবিন্দর সিং সান্ধুর সেই ম্যাজিকাল ডেলিভারিতে বোল্ড হন গর্ডন গ্রিনিজ। ৩৩ গজ দৌড়ে ভিভিয়ান রিচার্ডসের ক্যাচ ধরেছিলেন ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ। তিরাশির বিশ্বজয় ভারতীয় ক্রিকেটকে সাবালক করে তুলেছিল। কপিলরা বিশ্বচ্যাম্পিয়ন না হলে ২০১১ আসত না।

ক্রিকেট শাখাপ্রশাখা বিস্তার করত না। তেমনই ৭৮ এসেছিল বলেই ছিয়াশি দেখেছিল আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনা নামের এক ক্ষণজন্মা প্রতিভা মেক্সিকোয় লিখে দিয়েছিলেন অন্য এক ইতিহাস।