আজকাল ওয়েবডেস্ক: ছাঁটাই হওয়ার আগেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন জো রুট। জানিয়ে দিলেন, পরের আইপিএলে খেলবেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বেশি মনোযোগ করতে চান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলার সিদ্ধান্ত নিলেন। রুটের আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা জানান রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা। তিনি বলেন, "আগামী আইপিএলের জন্য কাদের রাখা হবে সেই নিয়ে আলোচনা চলছে। রুট নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ও আমাদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মানিয়ে নিয়েছিল। ওর সংযোজনে দলে অভিজ্ঞতা বেড়েছিল। ওর অভাব আমরা অনুভব করব।" গত বছর সাফল্য পাননি ইংল্যান্ডের ক্রিকেটার। তাঁর খেলার ধরনের সঙ্গে মেলে না আইপিএল। সাধারণত একটু ধরে খেলতে পছন্দ করেন রুট। টেকনিকে বিশ্বের অন্যতম সেরাদের মধ্যে থাকলেও কখনই তাঁকে বিধ্বংসী ইনিংস খেলতে দেখা যায়নি। গত আইপিএলে তিনটে ম্যাচ খেলে করেন মাত্র ১০ রান। নিলামের আগেই হয়তো তাঁকে ছেড়ে দিত রাজস্থান। তার আগে নিজেই সরে দাঁড়ালেন।
