আজকাল ওয়েবডেস্ক: নিজের দেড়শো তম টেস্টে শূন্য রানে আউট হলেন জো রুট। হ্যাগলে ওভালে চলছে ইংল্যান্ড–নিউজিল্যান্ড টেস্ট। কিউয়ি পেসার ন্যাথান স্মিথের ডেলিভারিতে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন রুট। আর শূন্য রানে ফিরতেই লজ্জার নজির গড়ে ফেললেন রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি বার (৮) শূন্য রানে আউট হওয়ার বিরল নজির গড়লেন রুট। তিনি টপকে গেছেন স্টিভ স্মিথ ও বিরাট কোহলিকে। দু’জনেরই টেস্ট চ্যাম্পিয়নশিপে সাত বার শূন্য করার লজ্জার রেকর্ড ছিল। আপাতত দু’জনকে টপকে লজ্জার নজিরে শীর্ষে রুট। আর টেস্টে সর্বমোট এই নিয়ে ১৩ বার শূন্য রানে ফিরলেন রুট।
 
 এটা ঘটনা রুটের ব্যাটে এখন রান নেই। পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে দ্বিশতরানের পর শেষ পাঁচ টেস্ট ইনিংসে রুট করেছেন মাত্র ৯০। 
 
 প্রসঙ্গত, এর আগে ১৫০ তম টেস্ট আউট হয়েছেন স্টিভ ওয়া ও রিকি পন্টিংও। ২০০২ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে নিজের ১৫০ তম টেস্টে শূন্য রানে আউট হন স্টিভ ওয়া। প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। ২০১০ সালে রিকি পন্টিং নিজের ১৫০ তম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হন। আর ২০২৪ সালে চতুর্থ বলে শূন্য রানে আউট হলেন রুট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে।
 
 এদিকে, নিউজিল্যান্ডের ৩৪৮ রানের জবাবে চা পানের বিরতিতে ইংল্যান্ডের রান ১৭৪/৪। 
