আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ইংল্যান্ডের জো রুট। জীবনের সেরা রেটিং পয়েন্ট তাঁর। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৬২ রান করেন ইংল্যান্ডের তারকা ব্যাটার রুট। সেই ইনিংস তাঁকে পৌঁছে দিয়েছে শীর্ষে। 

নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন দ্বিতীয় স্থানে। রুটের রেটিং পয়েন্ট ৯৩২। কিউয়ি তারকার রেটিং পয়েন্ট ৮২৯। রুটের সতীর্থ হ্যারি ব্রুকও উইলিয়ামসনের সঙ্গে একই বন্ধনীতে। ব্রুক ও কেন উইলিয়ামসনের  রেটিং পয়েন্ট সমান সমান ৮২৯।

মুলতানে রুট ডাবল সেঞ্চুরি করেছিলেন। ব্রুক ৩১০ রানের ইনিংস খেলেছিলেন। সেই ইনিংস রুটকে পৌঁছে দিয়েছে দু' নম্বরে। ভারতের যশস্বী জয়সওয়াল চার নম্বরে। স্বদেশীয় বিরাট কোহলি সাতে। আর বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তনের টেস্টে সেঞ্চুরি পাওয়া পন্থ এখন ৯ নম্বরে। পাঁচ ও ছ' নম্বরে রয়েছেন দুই অজি তারকা--স্টিভ স্মিথ ও উসমান খাওয়াজা। আটে রয়েছেন মারনাস লাবুশানে। দশে নিউ জিল্যান্ডের ডারিল মিচেল। 

পুরুষদের টেস্ট দল হিসেবে অস্ট্রেলিয়া এক নম্বরে। দু'নম্বরে ভারত। তিনে ইংল্যান্ড। ক্রমশ পিছিয়েই চলেছে পাকিস্তান। টেস্ট দল হিসেবে পাকিস্তান এখন আট নম্বরে। টি টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ট্রাভিস হেড। দু' নম্বরে ভারতের সূর্যকুমার যাদব। ছ'নম্বরে ভারতের যশস্বী জয়সওয়াল।