আজকাল ওয়েবডেস্ক: বিগ ব্যাশে শুরুটা ভাল হল না জেমিমার। বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটার। আটটি ম্যাচে জেমিমা করেছিলেন ২৯২ রান। 

মহিলাদের বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনিগেডসের মধ্যে ম্যাচটা ছিল। টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে রেনিগেডস। ব্রিসবেন হিটের ওপেনার চার্লি নট শুরুতেই ফিরে যান মাত্র ৪ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। ৯ বল টেকেন তিনি। মাত্র ৬ রানে শেষ হয়ে যায় জেমিমার ইনিংস। ব্যাটিং ব্যর্থতায় ব্রিসবেন হিট ১৩৩ রান করে। 

জেমিমার জন্যই অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ রান তাড়া করে ফাইনালের পাসপোর্ট জোগাড় করেছিল ভারতের মহিলা দল। 

ফাইনালে অবশ্য জেমিমার ব্যাট চলেনি। তবুও তাঁকে নিয়ে পাগলপারা এক আবেগ দেখা গিয়েছে। সেটি অজিদের বিরুদ্ধে রান তাড়া করা দেখেই। 

ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতলে তিনি গাইবেন আর জেমিমা গিটার বাজাবেন। ফাইনালের আগে এমনই এক শর্ত দিয়েছিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর। 

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে জেমিমার ব্যাট কথা বলে উঠেছিল। তার পরই গাভাসকর বলেছিলেন, ''ভারত বিশ্বকাপ জিতলে জেমিমা আর আমি--ও যদি স্বাচ্ছন্দ্য বোধ করে---তাহলে আমার সঙ্গে গান গাইতে পারে। ও গিটার আনবে। আর আমি গান গাইব।''

গাভাসকরের শর্ত রেখেছেন জেমিমা। ইনস্টাগ্রামে ভিডিও বার্তার মাধ্যমে জেমিমা বলেছেন, ''হাই, সুনীল গাভাসকর স্যর, আমি আপনার মেসেজ দেখেছি। আপনি বলেছিলেন, ভারত বিশ্বকাপ জিতলে আমরা একসঙ্গে গান গাইব। আমি নিজের গিটার নিয়ে তৈরি। আসা করি আপনিও মাইক নিয়ে তৈরি আছেন। অনেক ভালবাসা স্যর। সবকিছুর জন্য ধন্যবাদ।''

হরমনপ্রীতরা বিশ্বজয় করতেই দেশে প্রাক্তন তারকা ধারাভাষ্য দেওয়ার সময়ে উচ্ছ্বিসত ভাবে বলেন, ''ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দুর্দান্ত এক মুহূর্ত তৈরি হল। ক্যাচ ধরে আইসিসি বিশ্বকাপ হাতে তোলে। কী দারুণ এক মুহূর্ত।''

এহেন জেমিমা বিগ ব্যাশের শুরুতেই ব্যর্থ হলেন। তাঁর ব্যাট গিটার হয়ে ঝংকার তুলল না।