আজকাল ওয়েবডেস্ক: গত এক সপ্তাহ ধরে যে জল্পনা চলছিল, তার অবসান ঘটেছে। বিয়ে ভেঙে গিয়েছে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের। রবিবার সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টের মাধ্যমে সেই খবর জানান বিশ্বকাপজয়ী তারকা। সরকারিভাবে এই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও একটি অভিযোগ আনলেন জাতীয় দলে স্মৃতির প্রিয় বান্ধবী জেমিমা রডরিগেজ। নাম না করেই পলাশের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন। ইনস্টাগ্রামে একটি রিলস শেয়ার করেন জেমিমা। সেখানে একদল কম বয়সী ছেলেমেয়েদের ব্রিটিশ গায়িকা অলিভিয়া ডিনের হিট গান 'ম্যান আই নিড' গাইতে দেখা যাচ্ছে। সেই রিলসে ক্যাপশন হিসেবে জেমিমা লেখেন, 'বি দ্য ম্যান, ম্যান, ম্যান।' মনে করা হচ্ছে, এটা পলাশের দিকেই ইঙ্গিত করা হচ্ছে। বিয়ে সংক্রান্ত ছবি এবং ভিডিও স্মৃতি আগেই ডিলিট করে দিয়েছিলেন। পলাশের বাকি ছবিও নিজের সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন স্মৃতি। তাঁকে ইনস্টাতে আনফলো করে দেন জেমিমাও। 

গোটা ঘটনায় স্মৃতির সঙ্গে ছায়াসঙ্গীর মতো আছেন জেমিমা। স্মৃতির বিয়ে স্থগিত হওয়ার পরই বড় সিদ্ধান্ত নেন। জানিয়ে দেন, মেয়েদের বিগ ব্যাশের অন্যান্য ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফিরবেন না। বন্ধুর জন্য মাঝপথেই বিদেশের লিগে না খেলার সিদ্ধান্ত নেন। ফ্র্যাঞ্চাইজির থেকে ভারতে থেকে যাওয়ার অনুমতি চেয়ে নেন। ১০ দিন আগে হোবার্ট হ্যারিকেনের বিরুদ্ধে ম্যাচের পর স্মৃতির বিয়েতে যোগ দিতে ভারতে আসেন জেমিমা। কিন্তু মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত হয়ে যায়। বন্ধুর পরিবারের পাশে থাকতে আর টি-২০ টুর্নামেন্ট খেলতে ফেরেননি। জেমিমার এই সিদ্ধান্তকে সম্মান জানায় ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজির সিইও টেরি ভেনসন জানান, আরও বেশি সময়ের জন্য জেমিমাকে চেয়েছিলেন তাঁরা। নিলামে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে তাঁকে কিনেছিল ব্রিসবেন। কিন্তু তাঁদের কাছে গুরুত্বপূর্ণ জেমাইমার সিদ্ধান্ত।

রবিবার বিয়ে ভাঙার কথা জানান স্মৃতি। ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে স্মৃতি জানান, তিনি অত্যন্ত ব্যক্তিগত জীবনযাপন করতে পছন্দ করেন, তবে এই মুহূর্তে একটা বিষয় স্পষ্ট করে জানানো জরুরি। বিয়ে বাতিল করা হয়েছে। ওই বিবৃতিতে তিনি আরও বলেন, তিনি চান এখানেই বিষয়টির ইতি টানা হোক এবং সবাইকেও একই অনুরোধ করেন। তাঁর অনুরোধ, দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান জানিয়ে এই সময়ে তাঁদের নিয়ে যেন কোনওরকম আলোচনা না করা হয় বা গুজব না ছড়ানো হয়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ করেন। স্মৃতি জানান, তিনি বিশ্বাস করেন, প্রত্যেকের জীবনে এক বিশেষ উদ্দেশ্য কাজ করে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ করেন তিনি। স্মৃতি জানান, তিনি বিশ্বাস করেন, প্রত্যেকের জীবনে এক বিশেষ উদ্দেশ্য কাজ করে। তাঁর ক্ষেত্রে সেটা সবসময়ই দেশের জার্সি গায়ে মাঠে নামা। ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা। জানান, যতদিন সম্ভব দেশের হয়ে খেলতে এবং ট্রফি জিততে চান।