আজকাল ওয়েবডেস্ক: বুমরার রেকর্ড মেলবোর্নে। ট্রাভিস হেডকে ফিরিয়ে দিয়ে ২০০-তম টেস্ট উইকেটের মালিক হন ভারতের তারকা পেসার। তাঁর গড় কুড়িরও কম। এই রেকর্ড কোনও বোলারেরই নেই এযাবৎ। বুমরার গড় ১৯.৫৬। ২০০ উইকেট নেওয়ার পথে ক্যারিবিয়ান পেসার জোয়েল গারনারের গড় ছিল ২০.৩৪।
দুর্দান্ত এই বোলিং গড়ে বুমরা ছাপিয়ে গেলেন ম্যালকম মার্শাল (৩৭৬ উইকেট, গড় ২০.৯৪), গারনার (২৫৯, গড় ২০.৯৭) এবং কার্টলি অ্যামব্রোজকে (৪০৫, গড় ২০.৯৯)। এঁদের মধ্যে একমাত্র বুমরার গড় কুড়ির নীচে। টেস্ট ইতিহাসে এর আগে কোনও বোলারই এত কম গড়ে ২০০ উইকেট নিতে পারেননি।
200 sticks at 19.56. Unreal. What a bowler. Mind-boggling stuff. Well done Boom Boom. @Jaspritbumrah93 #AUSvIND #Bumrah #BGT pic.twitter.com/ZTtjkUuTga
— Ravi Shastri (@RaviShastriOfc)Tweet by @RaviShastriOfc
৮,৪৮৪ ডেলিভারিতে ভারতীয় পেসার এই মাইলস্টোনে পৌঁছন। এই তালিকায় বুমরা চতুর্থ স্থানে। ওয়াকার ইউনিস ৭৭২৫ ডেলিভারিতে ২০০ উইকেটে পৌঁছন। ডেল স্টেন ৭৮৪৮ ডেলিভারি নেন এই মাইলস্টোনে পৌঁছনোর জন্য। কাগিসো রাবাদার লাগে ৮১৫৩টি ডেলিভারি। ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম দুশো উইকেটের মালিক তিনি।
বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজে চমক দেখাচ্ছেন বুমরা। অ্যালেক্স ক্যারিকে এদিন ফিরিয়ে দিয়ে ২০২ টি উইকেট তাঁর ঝুলিতে। বুমরা ভাবীকালের উঠতি বোলারদের কাছে দৃষ্টান্ত হয়েই থেকে যাবেন।
