আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে-র কনসার্ট ছিল নভি মুম্বইতে। সেখান থেকে ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরার প্রশংসা করেছিলেন ব্যান্ডের লিড সিঙ্গার ক্রিস মার্টিন। এবার সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে মুখ খুললেন জসপ্রীত বুমরা। কনসার্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বুমরা লেখেন, ‘কী দারুণ পরিবেশ। তবে এত বড় কনসার্টে নিজের নাম শুনতে পেরে আরও ভাল লাগছে’। প্রসঙ্গত, শনিবার নভি মুম্বাইতে কনসার্ট ছিল বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে-র।

 

অনুষ্ঠান চলাকালীন ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন ভক্তদের একের পর এক গানের মাধ্যমে মাতিয়ে তুলেছিলেন। জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক মঞ্চে গান করার পাশাপাশি হঠাৎই প্রসঙ্গ তোলেন ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাকে নিয়ে। কনসার্ট চলাকালীন ক্রিস মার্টিন তাঁর বিখ্যাত গান ‘আ স্কাই ফুল অব স্টার্স’ গাইছিলেন। দর্শকরাও তাঁর সঙ্গে গলা মেলাচ্ছিলেন। ঠিক তখনই, হঠাৎ করেই ক্রিস গান বন্ধ করে দেন। থামতে বলেন দর্শকদেরও। মাইক্রোফোনে এসে জানান তাঁকে কনসার্ট শেষ করতে হবে। কনসার্ট কারণ জসপ্রীত বুমরা তাঁর জন্য ব্যাক স্টেজে অপেক্ষা করছেন। বুমরার সঙ্গে ক্রিকেট খেলতে হবে। বুমরা তাঁকে বল করতে চান।

 

মজার ছলে মার্টিন বলেন, ‘দেখুন, আমাদের শো শেষ করতে হবে, কারণ জসপ্রীত বুমরা ব্যাক স্টেজে অপেক্ষা করছেন। তিনি আমাকে বল করতে চান’। মার্টিনের এই কথা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। তাঁদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। অনেকেই ভেবেছিলেন, বুমরা মঞ্চে উপস্থিত হয়ে বড়সড় চমক দিতে পারেন। যদিও বাস্তবে তা হয়নি। তবে বুমরার নাম কোল্ডপ্লে কনসার্টে উঠে আসা এবং ক্রিস মার্টিনের এই ব্যতিক্রমী মজার ভঙ্গি ভক্তদের আনন্দে ভরিয়ে তোলে। ক্রিস মার্টিন কনসার্ট চলাকালীন দর্শকদের সঙ্গে হিন্দিতে কথোপকথন করেন, যা আরও এক অসাধারণ মুহূর্ত সৃষ্টি করে।