আজকাল ওয়েবডেস্ক: নতুন রেকর্ডের মালিক যশপ্রীত বুমরা। অ্যাওয়ে টেস্ট সিরিজে স্পিন কিংবদন্তির রেকর্ড ছুঁয়ে ফেললেন ভারতীয় পেসার। শুক্রবার একটি উইকেট নেওয়া মাত্র অনন্য নজির গড়েন। ছুঁয়ে ফেলেন বিষণ সিং বেদীকে। চলতি বর্ডার-গাভাসকর‌ সিরিজে ৩১ উইকেট নিয়ে অ্যাওয়ে টেস্ট সিরিজে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের দৌড়ে ছুঁয়ে ফেললেন কিংবদন্তিকে। বোলিং বিভাগে দলকে একার কাঁধেই টানছেন বুমরা‌। বর্তমানে সিরিজ ২-১ এ এগিয়ে আছে অস্ট্রেলিয়া। গত দশ বছরে প্রথমবার দেশের মাটিতে ভারতকে হারানোর হাতছানি। তার জন্য শেষ টেস্ট জয় বা ড্র দরকার কামিন্সদের। অন্যদিকে সিরিজ ড্র করতে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। 

সিডনি টেস্টের প্রথমদিনের শেষ বলে নজির গড়েন যশপ্রীত বুমরা। আউট করেন উসমান খোয়াজাকে। স্লিপে ক্যাচ নেন কেএল রাহুল। ১ উইকেট হারিয়ে ৯ রানে দিন শেষ করে অস্ট্রেলিয়া। মাত্র এক উইকেট পেলেই বেদীকে ছাপিয়ে যাবেন বুমরা। যা ভবিতব্য। এখনও অস্ট্রেলিয়ার দুটো ইনিংস বাকি। ১৯৭৭-৭৮ অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে ৩১ উইকেট নেন বেদী। এবার তাঁকে ছাপিয়ে যাওয়ার হাতছানি বুমরার সামনে। আরও একটি রেকর্ডের মুখে ভারতীয় পেসার। বর্ডার-গাভাসকর ট্রফির একটি সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারেন বুমরা। বর্তমানে এই রেকর্ড হরভজন সিংয়ের নামে। ২০০১ সালে বর্ডার-গাভাসকর ট্রফিতে মাত্র তিন টেস্টে ৩২টি উইকেট নেন ভাজ্জি।