আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়া বর্ডার-গাভাসকর ট্রফি হারলেও আরও একটি সাফল্য পেলেন যশপ্রীত বুমরা। আইসিসির মাসের সেরা ক্রিকেটার মনোনীত হলেন ভারতীয় পেসার। ডিসেম্বরের পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হলেন বুমরা। মঙ্গলবার মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসনকে হারিয়ে এই খেতাব নিজের দখলে নিলেন বুমরা।ভারত হারলেও, বল হাতে দুর্দান্ত ছিলেন তারকা পেসার। প্রথম টেস্টে বুমরার নেতৃত্বে জেতে ভারত। অ্যাডিলেডেও ধারাবাহিকতা অব্যাহত। চার উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বেশি লিড নিতে দেননি। ব্রিসবেনেও একই ছন্দে ছিলেন ভারতের একনম্বর বোলার। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামান। দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট তুলে নেন। মোট ৯ উইকেট তুলে নিলেও বৃষ্টিবিঘ্নিত টেস্ট ড্র হয়।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে আরও একটি দাপুটে পারফরম্যান্স। ভারতীয় বোলিংয়ে একমাত্র ধ্রুবতারা ছিলেন তিনি। তুলে নেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। যার ফলে মাত্র ২৩৪ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। তাঁর বোলিং আশা জাগালেও, ব্যাটিং ব্যর্থতায় হারতে হয় ভারতকে। গোটা সফরে একাই লড়াই করে যান বুমরা। ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক ভাল পারফরমেন্স উপহার দেন। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। তবে গোটা সিরিজে দুর্দান্ত বোলিংয়ের জন্য সিরিজ সেরা হন ভারতীয় পেসার। বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে নিজের জায়গা আরও মজবুত করেন। বর্ডার-গাভাসকর সিরিজে উল্লেখযোগ্য মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। টেস্টে ২০০ উইকেট সম্পূর্ণ করেন। বলের সংখ্যা অনুযায়ী চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তারকা পেসার। ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০ এর নীচে গড় রেখে এই কৃতিত্ব অর্জন করেন বুমরা। রবিচন্দ্রন অশ্বিনকে টপকে সেরা রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ক্রমতালিকায় একনম্বর স্থান দখল করেন তারকা পেসার।
