আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত কয়েকদিন ধরে এমন সম্ভাবনাই তৈরি হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করেন পিসিবির প্রধান মহসিন নাকভি। শুক্রবারের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে পাকিস্তান। গত সপ্তাহে টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার অবস্থানে বাংলাদেশ অনড় থাকায়, এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার পাকিস্তানকে নিয়ে মশকরা করল আইসল্যান্ড। তাঁদের ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান সরে গেলে, আইসল্যান্ড বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত।

নিজেদের এক্স হ্যান্ডেলে আইসল্যান্ডের ক্রিকেট লেখে, 'আমরা চাই পাকিস্তান নিজেদের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত দ্রুত জানিয়ে দিক। ওরা ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিলে, আমরা খেলতে প্রস্তুত। কিন্তু আমাদের ফ্লাইটের যা সূচি তাতে ৭ ফেব্রুয়ারির মধ্যে আমরা কলম্বো পৌঁছতে পারব না। আমাদের ওপেনিং ব্যাটারের ইনসোমনিয়া আছে।' এখানেই থামেনি আইসল্যান্ড ক্রিকেট। কেফলাভিক থেকে কলম্বোর ট্রাভেল ফ্লাইটের সূচির স্ক্রিনশটও শেয়ার করা হয়। পাশাপাশি জানানো হয়, শেষমুহূর্তে জানালে তাঁদের জন্য সমস্যা হবে। আইসল্যান্ড ক্রিকেটের এমন প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পিসিবির প্রধান মহসিন নাকভি জানান, তাঁদের সামনে সব বিকল্প খোলা আছে। শুক্রবার বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানায় পাকিস্তান। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মানতে পারেনি। তবে ইতিমধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে একই দল খেলবে।