দুয়ারে কড়া নাড়ছে বাজেট। সেদিক থেকে দেখতে হলে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের নজরে রয়েছে অষ্টম বেতন কমিশন।
2
9
ইতিমধ্যে সিপিসি নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও চলছে বিস্তারিত আলোচনা। এর ওপরেই নির্ভর করবে আগামীদিনের বেতন কাঠামো।
3
9
সপ্তম পে কমিশন শেষ হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর মাসেই। সেদিক থেকে দেখতে হলে জানুয়ারি মাস থেকেই নতুন বেতন কমিশন চালু হয়ে যাওয়ার কথা। তবে এটি হয়নি।
4
9
এবারের অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো থেকে শুরু করে তাদের ডিএ এবং ডিআরের দিকটিও বিশেষভাবে দেখা হবে।
5
9
এখনও পর্যন্ত যা খবর মিলেছে সেদিক থেকে দেখতে হলে সিপিসি এবার অনেকটা বেশি থাকবে। ফলে সেখান থেকে বেতন কাঠামো থেকে শুরু করে পেনশনের পরিমান অনেকটা বাড়বে।
6
9
বিশেষজ্ঞরা মনে করছেন এবারে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮। যদি এটি কার্যকর করা হয় তাহলে সেখানে যাদের বেসিক পে ১৮ হাজার টাকা রয়েছে তারা নতুন হিসেব অনুসারে ৩০ হাজার টাকার বেসিক পাবেন।
7
9
ভারতের জিডিপি-র দিকে নজর রেখেই এবারের অষ্টম বেতন কমিশনের কাজ চলছে। তাই সেদিক থেকে দেখতে হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সুখের মুখ দেখতে পারেন।
8
9
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন তাকিয়ে রয়েছে এই বেতন কমিশনের দিকে। যেভাবে মূল্যবৃদ্ধি চলছে সেদিক থেকে দেখতে হলে এই বেতন কমিশনটি সকলকে স্বস্তি দিতে পারে।
9
9
রবিবারই পেশ হবে বাজেট। সেখানে ভারতের অর্থমন্ত্রী দেশকে নতুন দিশা দেখাবেন বলেই মনে করছেন সকলে। পাশাপাশি এবার অষ্টম বেতন কমিশনের দিকেও সকলের নজর থাকবে।