সোনার দাম প্রতিদিন বাড়ছে ঝড়ের গতিতে। বৃহস্পতিবার সোনার দাম রয়েছে ১ লাখ ৭৫ হাজারের ঘরে। সেদিক থেকে দেখতে হলে ভারতের মতো দেশে সোনার চাহিদায় বিন্দুমাত্র খামতি দেখা যাচ্ছে না।
2
9
তবে সোনার দামের এই হার দেখে এবার ভারতীয় রেলওয়ে বিরাট পদক্ষেপ গ্রহণ করল। বুধবার তারা সিদ্ধান্ত নিল তারা অবসরপ্রাপ্ত অফিসারদের আর সোনার পাতে মোড়া রুপোর পদক দেবেন না।
3
9
এবিষয়ে একটি নির্দিষ্ট অভিযোগ আসার পরই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। একটি সার্কুলার জারি করা হয়েছে বলেও খবর মিলেছে।
4
9
রেলমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রেলের কাছে যে সোনার পদকগুলি রয়েছে সেগুলিকে নিয়ে বিকল্প চিন্তাভাবনা চলছে।
5
9
অভিযোগ ছিল রেলের পক্ষ থেকে যে সোনার পদকগুলি দেওয়া হয়েছে সেগুলি নিম্নমানের। ফলে সেগুলি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
6
9
২০০৬ সাল থেকে ভারতীয় রেলে এই পদক দেওয়া হয়। যারা ভলান্টিয়ার অবসর নেন তাদেরকে এই ২০ গ্রামের পদকটি দেওয়া হত।
7
9
ভারতীয় রেলের পক্ষ থেকে বলা হয়েছে পদকগুলির গুনমান নিয়ে প্রশ্ন থাকছে। পাশাপাশি এবিষয়ে তারা আর বিতর্ক তৈরি করতে চান না।
8
9
সোনার দাম প্রতিদিন বাড়ছে। সেদিক থেকে দেখতে হলে ভারতীয় রেলের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।
9
9
তবে বিষয়টি যে একেবারে হেলাফেলা করে দেওয়ার নয় সেকথা মনে করছে ওয়াকিবহল মহল। তাই ভারতীয় রেলে এবার থেকে বন্ধ হয়ে গেল সোনার পদক।