আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে নাটক। টানটান লড়াই, দক্ষতা, ছন্দবদ্ধ ফুটবল, রেকর্ড, শেষ মুহূর্তের কামব্যাক, হৃদয়ভঙ্গ। সবটাই উপভোগ করলেন ইউরোপের ফুটবলপ্রেমীরা। ঠিক হয়ে গেল ইউরোপের সেরা ক্লাব ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্বে কারা সরাসরি সুযোগ পাবেন আর কাদের খেলতে হবে প্লে–অফে।
বুধবার রাতের আগে মাত্র দুটো দল সরাসরি শেষ ষোলোয় খেলা নিশ্চিত করেছিল। আর্সেনাল আর বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে আরও ছ’টি দল শেষ ষোলোয় সরাসরি উঠে গেল। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি, ম্যাঞ্চেস্টার সিটি। বার্সেলোনা ৪–১ হারাল কোপেনগেনেকে। গোল করলেন ইয়ামাল, রাফিনহা, লেওয়ানডস্কি এবং র্যাশফোর্ড। গালাতাসারেকে অনায়াসে হারাল পেপ গুয়ার্দিওয়ালার ম্যান সিটি। তারা জিতল ২–০ গোলে। লিভারপুল ৬–০ গোলের মালা পরাল কারাবাগকে। তবে গ্রুপ পর্বের অন্যতম টানটান ম্যাচ হল নাপোলি বনাম চেলসির। অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও ইতালির ক্লাবটিকে ৩–২ গোলে হারিয়ে সরাসরি শেষ ১৬–য় গেল চেলসিও। ইংল্যান্ডের ক্লাবগুলির মধ্যে ইউরোপের সেরা টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার নকআউটে খেলার রেকর্ড গড়ল চেলসি।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জোসে মোরিনহোর বেনফিকার বিপক্ষে ২–৪ গোলের ব্যবধানে হারল রিয়াল মাদ্রিদ। একটা সময় রিয়াল ম্যাচে এগিয়েও ছিল। কিন্তু জোসের দলের পাল্টা আক্রমণ সামলাতে পারেনি রিয়াল রক্ষণ। শেষ ম্যাচের আগে রিয়াল ছিল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এক হারে তারা নেমে গেল নবম স্থানে। ফলে এবার প্লে–অফে খেলতে হবে ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের। এছাড়াও প্লে–অফে খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি–কেও। শেষ ম্যাচ জিতেও সরাসরি নকআউটে খেলার সুযোগ পায়নি তারা। চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী প্রথম আট দল সরাসরি খেলে শেষ ষোলোয়। নবম থেকে ২৪ নম্বর স্থানে থাকা দলগুলিকে প্লে–অফে খেলে নকআউটে উঠতে হয়।
সরাসরি শেষ ষোলোয় গেল আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি, ম্যাঞ্চেস্টার সিটি।
আর প্লে–অফে খেলবে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্তাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, আটলান্টা, বায়ার লেভারকুসেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারে, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।
