আজকাল ওয়েবডেস্ক: পারথে প্রতীক্ষার অবসান হয়েছে। ৪৯২ দিন পর শাপমুক্তি ঘটেছে বিরাট কোহলির।
এহেন বিরাট কোহলি সম্পর্কে বুমরা বলছেন, ''আমি আগেও বলেছি, বিরাট কোহলির দরকার নেই আমাদের। বরং আমাদের দরকার বিরাট কোহলিকে।''
২৯৫ রানে বড় ব্যবধানে জয়ের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা আবার বাড়তে শুরু করে দিয়েছে। বিরাট কোহলি সম্পর্কে বুমরা বলছেন, ''বিরাট কোহলি অভিজ্ঞ প্লেয়ার। অস্ট্রেলিয়ায় এটা চতুর্থ বা পঞ্চম সফর বিরাটের। ওর নিজের ক্রিকেট সম্পর্কে জ্ঞান বাকিদের থেকে অনেক ভাল।''
বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে রিকি পন্টিং বলেছিলেন, গত পাঁচ বছরে দুটো সেঞ্চুরির মালিক কোহলি। অন্য কেউ হলে দলে সুযোগও পেত না।
বিরাট কোহলি চুপ করে ছিলেন। দেশের মাটিতে তাঁর ব্যাট বোবা থাকতে দেখে গেল গেল রব উঠেছিল। বিরাট কোহলি তবুও একটি শব্দ খরচ করেননি। সময়ের অপেক্ষায় ছিলেন। স্যর ডনের দেশে বিরাট ফিরলেন রাজার মতো। এই জন্যই তিনি কিং কোহলি। তাঁর একসময়ের চরম প্রতিদ্বন্দ্বী মিচেল জনসন কোহলির কাছ থেকে দেখতে চেয়েছিলেন সেঞ্চুরি। বিরাটের শাপমুক্তি ঘটল। এক সেঞ্চুরিতে জনসনের ইচ্ছাপূরণ করলেন, নিন্দুকদের থামালেন আর সগর্বে গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন, তিনি এখনও শেষ হয়ে যাননি। অস্ট্রেলিয়ার মাটিতেই কোহলি ফিরে পেলেন রাজ্যপাট।
