আজকাল ওয়েবডেস্ক: শেষ হল ইংল্যান্ডের বোলিং বিভাগের অন্যতম সেরা অধ্যায়। কিছুদিন আগে স্টুয়ার্ট ব্রড অবসর নিয়েছিলেন। ১২ জুলাই, ২০২৪ লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলে এবার অবসর নিলেন জেমস অ্যান্ডারসনও। গত ২১ বছরে ইংল্যান্ডের অধিনায়ক বদল হলেও একটা জিনিস কখনও বদলায়নি।
যেই অধিনায়কই আসুক না কেন প্রতিপক্ষকে ভয় ধরাতে তাঁদের মূল অস্ত্র ছিল ব্রডি আর জিমি। একাধিক রেকর্ডকে সঙ্গে নিয়ে অবসর নিয়েছেন অ্যান্ডারসন। ২১ বছর আগে লর্ডসেই অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। এদিন একই মাঠে আন্তর্জাতিক কেরিয়ারে শেষ ম্যাচ খেলে খেলে ফেললেন তিনি। জীবনের শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। সেখানেও দেখা গিয়েছে দুর্দান্ত সুইংয়ের ঝলক। ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট গিয়েছে জিমির দখলেই। আন্তর্জাতিক কেরিয়ারে শেষ বলে লেখা রইল উইকেটই।
গোটা দলের তরফে এদিন জিমিকে গার্ড অফ অনার দেওয়া হয়। গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর পরিবারও। ২১ বছরে ১৮৮ টেস্ট ম্যাচ খেলে মোট ৭০৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। পেস বোলার হিসেবে যা সর্বোচ্চ উইকেটের রেকর্ড। টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন ৩২ বার। সচিন তেন্ডুলকরের পর সবথেকে বেশি টেস্ট খেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
অ্যান্ডারসনের শেষ টেস্টে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১১৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। তরুণ পেসার গাস অ্যাটকিনসন দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১২ উইকেট। নিজের দীর্ঘ কেরিয়ারের শেষে ইংল্যান্ডের বোলিং বিভাগ যে নিরাপদ হাতেই রয়েছে তাও স্বচক্ষে দেখে যেতে পারলেন জিমি।
যেই অধিনায়কই আসুক না কেন প্রতিপক্ষকে ভয় ধরাতে তাঁদের মূল অস্ত্র ছিল ব্রডি আর জিমি। একাধিক রেকর্ডকে সঙ্গে নিয়ে অবসর নিয়েছেন অ্যান্ডারসন। ২১ বছর আগে লর্ডসেই অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। এদিন একই মাঠে আন্তর্জাতিক কেরিয়ারে শেষ ম্যাচ খেলে খেলে ফেললেন তিনি। জীবনের শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। সেখানেও দেখা গিয়েছে দুর্দান্ত সুইংয়ের ঝলক। ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট গিয়েছে জিমির দখলেই। আন্তর্জাতিক কেরিয়ারে শেষ বলে লেখা রইল উইকেটই।
গোটা দলের তরফে এদিন জিমিকে গার্ড অফ অনার দেওয়া হয়। গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর পরিবারও। ২১ বছরে ১৮৮ টেস্ট ম্যাচ খেলে মোট ৭০৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। পেস বোলার হিসেবে যা সর্বোচ্চ উইকেটের রেকর্ড। টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন ৩২ বার। সচিন তেন্ডুলকরের পর সবথেকে বেশি টেস্ট খেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
অ্যান্ডারসনের শেষ টেস্টে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১১৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। তরুণ পেসার গাস অ্যাটকিনসন দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১২ উইকেট। নিজের দীর্ঘ কেরিয়ারের শেষে ইংল্যান্ডের বোলিং বিভাগ যে নিরাপদ হাতেই রয়েছে তাও স্বচক্ষে দেখে যেতে পারলেন জিমি।
