আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির জন্মদিন।  দেশ বিদেশ থেকে শুভেচ্ছাবার্তার ঢেউ আছড়ে পড়ছে তারকা ব্যাটারের মোবাইলের ইনবক্সে। কিন্তু ইতালির এক মহিলা ফুটবলার কোহলিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পড়লেন মহাবিপদে।

সোশ্যাল মিডিয়ায় প্রবল ট্রোলিংয়ের সম্মুখীন হতে হল ইতালিয়ান সুন্দরীকে। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কাউকে যে ট্রোলড হতে হয়, এমন ঘটনা স্মরণকালের মধ্যে হয়নি। ঠিক সেটাই হল ইতালির মহিলা ফুটবলার আগাতা ইসাবেলা সেন্টাসোর সঙ্গে।

বিরাট কোহলি ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাঁরা। কোহলির জন্মদিনে ইতালীয় মহিলা ফুটবলার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''হ্যাপি বার্থডে ফ্রম আ ফ্যান ইন ইতালি। অল দ্য বেস্ট টু ইউ।'' 

 

?ref_src=twsrc%5Etfw">November 5, 2024

কোহলিকে শুভেচ্ছা জানানোর পরই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, ''তোমার ক্রিকেট বা কোহলি সম্পর্কে কোনও ধারণাই নেই। বিশাল জনসংখ্যক  ভারতীয়দের কাছ থেকে লাইক পাওয়ার জন্যই এমন মন্তব্য করেছো।'' সেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে আগাতা পালটা জবাব দিয়ে বলছেন, ''আমার সম্পর্কে তোমার এমন মতামতই যদি হয়, তাহলে আমাকে এখনও ফলো করছ কেন? দয়া করে তোমার নেতিবাচক চিন্তাভাবনা, মতামত অন্য কোথাও দেখাও।'' 
রোহিত শর্মার ভক্তরা তাঁকে সেই পোস্ট মুছে ফেলার কথা বলেছেন। আগাতা সব দেখেশুনে অবাক। তিনি লিখেছেন, ''বিরাট কোহলি বা ক্রিকেট নিয়ে কোনও মন্তব্য আমি করলেই এই ধরনের নেতিবাচক মন্তব্য শুনতে পাই। সত্যি বলতে আমি বুঝি না কেন এমন নয়। নমস্তে।''

?ref_src=twsrc%5Etfw">November 5, 2024

বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্য অনন্ত প্রতীক্ষায় বসে থাকেন ভক্তরা। বিভিন্ন দেশে তাঁর ভক্তও অসংখ্য। কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এভাবে কাউকে অপদস্থ হতে হয়নি। ইতালীয় মহিলা ফুটবলার সব অর্থেই আঘাত পেয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এহেন কটাক্ষ শুনে।