আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। পিছিয়ে গেল আইএসএলের ফিরতি ডার্বি। ১১ জানুয়ারি হচ্ছে না মরশুমের প্রথম বড় ম্যাচ। সোমবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, গঙ্গাসাগরের জন্য পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব না। যার ফলে ১১ জানুয়ারি ডার্বি হচ্ছে না। পরবর্তী তারিখ এখনও জানানো হয়নি। ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এই পরিস্থিতিতে ডার্বির জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়, জানিয়ে দিয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। গত সপ্তাহে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ডার্বি নিয়ে জটিলতা সৃষ্টি হলেও নির্দিষ্ট কিছু জানানো হয়নি। সোমবার প্রথম এই বিষয়ে সরকারিভাবে জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, আপাতত ডার্বি স্থগিত রাখা হল। 

১১ জানুয়ারি কলকাতায় আইএসএলের ফিরতি ডার্বি হবে না, সেটা প্রায় নিশ্চিত ছিল। হাতে দুটো বিকল্প ছিল, ডার্বি অন্য শহরে নিয়ে যাওয়া বা পিছিয়ে দেওয়া। ওড়িশায় বছরের প্রথম বড় ম্যাচ করা যায় কিনা সেই নিয়ে আলোচনা চলছিল। কিন্তু শেষপর্যন্ত স্থগিত রাখা হল। বছর শেষের আগে ইস্ট-মোহন সমর্থকদের জন্য খারাপ খবর।