আজকাল ওয়েবডেস্ক: অন্ধকার থেকে আজই কি আলোয় ভারতীয় ফুটবল? মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার জন্য আইএসএলের সব ক্লাবকে ডাকা হয়েছে। দুপুর তিনটেয় এই বৈঠক হওয়ার কথা। সোমরাতেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ প্রতিটি ক্লাবকে আলাদা করে ফোন করেছেন এই বিষয়ে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গেও আলোচনা হতে পারে। আজই কি আইএসএলের ভবিষ্যৎ জানা যাবে? 

গোটা দেশ অপেক্ষায় রয়েছে ভাল খবরের। অনেকেই মনে করছেন আজই হয়তো আইএসএলের দিনক্ষণ জানা যাবে। যদিও ভারতীয় ফুটবলে এখন সবই সম্ভব। দফায় দফায় আলোচনা, বৈঠকের পরেও সমাধানসূত্র বের হয়নি আইএসএলের। এর মধ্যেই আজই ডাকা হয়েছে আইএসএলের ক্লাবগুলোকে। কী হয় সেটাই এখন দেখার। 

এদিকে আইএসএল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। আর দীর্ঘবিরতির পরে শুরু হওয়া অনুশীলনের পরে জানা যায়, লাল-হলুদ ব্রিগেড সম্পর্কচ্ছেদ করছে মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদের সঙ্গে। 
 ক্লাবগুলো থেকে বিদেশি খেলোয়াড়দের নিষ্ক্রমণ ঘটছে। মুম্বই এফসি ছেড়ে দিয়েছে তিরিকে। কেরল ছেড়েছেন নোয়া সিদোই। এরকম অনেকেই আইএসএল ক্লাব ছাড়ছেন। এবার সেই ঢেউ আছড়ে পড়ল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছাপ্রকাশ করেন হামিদ। ইস্টবেঙ্গলও তাঁর ইচ্ছাকে সম্মান জানায়। তাঁর অনুরোধ মেনে নেওয়া হয়। হামিদ আহদাদের বিকল্প খোঁজার চেষ্টা করা হচ্ছে। 

মরক্কোর ফুটবলে হামিদ আহদাদ খুবই পরিচিত নাম। ১৫ মিনিটে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ২০১৯ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় লেগের খেলা।

রাজা কাসাব্লাঙ্কা বনাম ওয়াইদাদ অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ ছিল। কাসাব্লাঙ্কা ডার্বি নামে যা পরিচিত। সেই ডার্বিতে একার হাতে ম্যাচের রং বদলে দিয়েছিলেন হামিদ আহদাদ। ৪-১-এ পিছিয়ে থাকা রাজা কাসাব্লাঙ্কা শেষমেশ ম্যাচ ড্র করে। আর তার পিছনে ছিল হামিদ আহদাদের ভূমিকা।